নিজস্ব সংবাদঃ কথায় বলে, পুজোর চাইতেও – এই যে পুজো আসছে পুজো আসছে ব্যাপারটা – এটাই আসল। কেনাকাটায় মাখামাখি, খাওয়াদাওয়া, পুজোপ্ল্যানিং ইত্যাদি। ভালো খবর হ’লো, আগামী ৮,৯,১০ সেপ্টেম্বর গড়িয়ার ‘যাত্রা শুরু সঙ্ঘ’-তে একটা এক্সিবিশন হবে। পরিচালনায় পারোমিতা’স বিটিএম। পারোমিতা’স বিটিএম নিয়ে দু-এককথায় বলতে গেলে বলতে হয় যে, এই গ্রুপটি অনলাইনের গ্রুপগুলির মধ্যে অন্যতম সুপ্রাচীণ এবং ঐতিহ্যশালী। এই গ্রুপটার সদস্যসংখ্যা ৪লাখ অতিক্রম করেছে সম্প্রতি। এই গ্রুপে প্রতিদিনই অসংখ্য নামীদামী সেলার দিদিরা অনলাইনেই লাইভ সেলিং এবং এক্সিবিশন করেন। ফলে, এ হেন গ্রুপের অফলাইন প্রদর্শনি নিয়ে যে কৌতুহল এবং উৎসাহের বহর বেশি থাকবে সেটাই স্বাভাবিক। বিটিএম এর এক্সিবিশন মানে, কোনোকিছুর জন্যেই আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এক ছাদের তলায় সবার ইচ্ছে-পূরণ। বিটিএম – এর কর্নধার সদাহাস্যমুখ পারোমিতা ঘোষের কথায় – ‘ যাত্রাশুরু সংঘতে এলে পুজোর কেনাকাটার জন্যে আর এখানে ওখানে দৌড়াতে হবে না। নিশ্চিন্তে কেনাকাটা, বিভিন্ন উপহার, মজার মজার খেলা নিয়েই কেটে যাবে সময়’। প্রায় ৫০ এর কাছাকাছি স্টলে থাকবে – মেয়েদের পোশাক, গয়না,ব্যাগ, বেল্ট, জুতো, আর ফ্যাশানের রকমারি আয়োজন। পাশাপাশি, বাচ্চাদের জন্যে থাকছে খেলনা পুরুষদের পোশাক এবং বিভিন্ন খাবারের স্টল। ‘যাত্রা শুরু সংঘ’ – এর এই এক্সিবিশনে প্রোমোশনাল পার্টনার হিসেবে বিটিএম -এর সঙ্গে এবার থাকছে ‘অ্যাস্পায়ারিং ইভেন্ট’।
Own news: In words, more than Pujo – this is the fact that Pujo is coming, this is the real thing. Indulging in shopping, eating, puja planning etc. The good news is that there will be an exhibition on 8th, 9th, and 10th of September at ‘Jatra Shur Sangh’ in Garia. Directed by Paromita’s BTM. Paromita’s BTM is one of the oldest and most traditional groups online. The membership of this group has crossed 4 lakhs recently. In this group, many famous sellers do live selling and exhibition online every day. As a result, it is only natural that there will be a lot of curiosity and enthusiasm about A Hen Group’s offline exhibition. BTM’s exhibition means, no need to go anywhere else for anything, all under one roof. In the words of Paromita Ghosh, the ever-smiling leader of BTM – ‘There is no need to run here and there for Puja shopping when you come to Yatrashuru Sangha. Time will pass with carefree shopping, various gifts, fun games. There will be around 50 stalls – women’s clothing, jewelry, bags, belts, shoes, and a variety of fashion items. Besides, there are toy menswear and various food stalls for kids. In this exhibition of ‘Yatra Shuru Sangh’, there is ‘Aspiring Event’ with BTM as a promotional partner.