নিজস্ব প্রতিবেদক : রবিবার ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ফালাকাটার স্বেচ্ছাসেবী সংস্থা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সন্দীপ নন্দী, একক নৃত্য পরিবেশন করেন স্নিগ্ধা সাহা ও ছন্দনীর নৃত্য গ্রুপ। এই শিবিরে ফালাকাটা ও আশেপাশের এলাকাগুলো থেকে প্রায় ১৫০ জন চোখ পরীক্ষা করাতে আসেন এবং ২০ জনের ছানি ধরা পড়ে। ছানি শনাক্ত হওয়া মানুষদের কিছু দিনের মধ্যেই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় সংস্থার পক্ষ থেকে। চক্ষু শিবির প্রসঙ্গে সংস্থার সভাপতি শুভজিত সাহা মহাশয় জানান, চক্ষু রোগীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে এই শিবিরের আয়োজন করা হয় এবং মাঝে মধ্যেই ফালাকাটার বিভিন্ন জায়গায় এই ধরণের শিবিরের আয়োজন করা হবে বলেও জানান তিনি।