ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্রর আয়োজনে প্রকাশিত হলো বাংলা ডাইরি ১৪৩০ এবং ২০২৪-এর নতুন ইংরেজি ডাইরি


ইন্দ্রজিৎ আইচঃ ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্র কলকাতার এক নামি ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি প্রিন্স আনোয়ার শাহ রোডের স্টুডিওতে উদ্বোধন হয়ে গেলো ইরানী মিত্রর পরিকল্পনায় ও ভাবনায় গুপ্ত পঞ্জিকা মতে বাংলার নতুন বছরের ১৪৩০-এর বাংলা ডাইরি ও আগামী ইংরেজি ২০২৪ এর ডাইরি। এই দুটি ডাইরির বারোটি পাতায় রয়েছে ইরানী মিত্রর ভাবনায় ১২ জন মডেলের পোশাক। এই নারী – পুরুষের পোশাকের ডিজাইন গুলো নিজেই তৈরি করেছেন ডিজাইনার ইরানী মিত্র। এক সাংবাদিক সন্মেলনে ইরানী জানালেন ২০১৭ সাল থেকে আমি আমার নামে এই ডিজাইন স্টুডিও তৈরি করি। এর আগে আমার পোশাক পরে মডেল হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, দেবিকা মুখোপাধ্যায়, অভিনেতা রাহুল, পরিচালক রেশমি মিত্র সহ এই শহরের নানা জগতের বিখ্যাত মানুষেরা। আজ এই আমার ডাইরির মডেলরা হলেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়, আকাশ নন্দী, রাজদীপ সরকার, সীমা দাস, কৃষ্ণা লখমানি, জয়শ্রী গুহ, মহুয়া দাস, পল্লবী দে, মৌসুমী মন্ডল, সিদার্থ সোহেল, রেহান কবির, তপন সরকার, স্নেহা কক্কর। আজ সকলেই এই স্টুডিও তে উপস্থিত আছেন। এবারের এই আমার ডাইরির মডেলদের মেকাপ করেছেন পুনম জয়শোয়াল, সুতপা সাধুখা সাহা, ফটোগ্রাফার সুদীপ, বিমল এবং অমিত মন্ডল। আজ এই বাংলার ১৪৩০ ডাইরি ও ইংরেজি ২০২৪ ডাইরির উদ্বোধনে উপস্থিত ছিলেন অনামিকা চৌধুরী, দেবমিতা দাস, হেনা কৌশর সহ আরো অনেকে।

Indrajit Ich: Fashion designer Irani Mitra is a famous fashion designer from Kolkata. Recently, in the studio of Prince Anwar Shah Road, the Bengali diary of 1430 and the upcoming English diary of 2024 according to Gupta Panjika, planned and conceived by an Iranian ally, were inaugurated. Twelve pages of these two diaries contain 12 models of clothing designed by Iranian allies. Designer Irani Mitra has created these designs for men and women. In a press conference, Irani said that since 2017, I have created this design studio under my name. Earlier, actresses Rituparna Sengupta, Indrani Halder, Devika Mukhopadhyay, actor Rahul, director Reshmi Mitra and other famous people of this city have modeled after wearing my clothes. Models in this my diary today are actresses Devika Mukhopadhyay, Akash Nandi, Rajdeep Sarkar, Seema Das, Krishna Lakhmani, Jayashree Guha, Mahua Das, Pallavi Dey, Moushumi Mondal, Siddarth Sohail, Rehan Kabir, Tapan Sarkar, Sneha Kakkar. Today everyone is present in this studio. Poonam Jaiswal, Sutpa Sadhukha Saha, photographers Sudeep, Bimal, and Amit Mondal have done the make-up for this year’s My Diary models. Anamika Chowdhury, Debmita Das, Hena Kaushar, and many others were present at the launch of this Bengali 1430 diary and English 2024 diary today.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights