২৫/০৭/২০২৩ তমলুক: শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক গ্রামীণ চক্রের অন্তর্গত উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনীদের মধ্যে ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ৭৫ শতাংশ এবং তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত মোট ৬ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় । উল্লেখের বিষয়, বিদ্যালয়ের পঠন-পাঠনের পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম ,সাংস্কৃতিক চর্চা, ছবি আঁকা থেকে বিভিন্ন ধরণের সহপাঠক্রমিক কর্মকান্ড পরিচালনা হয়ে থাকে। ২০২৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী সংখ্যা ৩২৩ । প্রতি বছর গড়ে ৬০ জন ছাত্রছাত্রী চতুর্থ শ্রেণী থেকে পাশ করে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়। ভালো ফলাফল করে। এদের মধ্যে ২০২৩ শিক্ষাবর্ষে এভাবেই মাধ্যমিকে ২ জমজ বোন যথাক্রমে অন্তরা মাইতি এবং অনন্যা মাইতি ৬০৬ নম্বর পেয়ে তাম্রলিপ্ত বালিকা বিদ্যাপীঠ প্রথম স্থান অধিকার করেছে , উচ্চমাধ্যমিকেও অপূর্ব প্রামাণিক বিজ্ঞান বিভাগে ৪০৮ পেয়ে মথুরি কল্যাণীকা বিদ্যাভবনে প্রথম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সতীশ সাউ বলেন ” আমরা বিদ্যালয়ে পড়াশোনার উপরে খুব জোর দিয়ে থাকি। তিনটি পর্বের মূল্যায়নের পাশাপাশি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক মূল্যায়ন নিয়ে থাকি। অভিভাবকদের সভা ডেকে পড়া এবং লেখার মধ্যে ফাঁক পূরণ করার চেষ্টা করি । এছাড়া অন্যান্য সহপাঠক্রমিক কর্মসূচি ও পরিচালনা করি । বর্ষ শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে থাকে। ” অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক গৌর চন্দ্র সামন্ত। তিনি বলেন ” তমলুক গ্রামীণ চক্রের ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয় পড়াশুনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে তা প্রমাণিত । আজকের এই ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে পড়াশুনার ক্ষেত্রে যেমন উৎসাহিত করবে। তেমনি আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের মধ্যেও সমান ভাবে উৎসাহ বাড়াতে সাহায্য করবে। ”
সম্বর্ধনা প্রাপক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সুপর্ণা মাইতি বলেন “পড়াশোনার প্রথম ধাপে এই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাগণ আমাদের ভিত তৈরি করেছেন । আজকের এই অনুষ্ঠানের এসে পড়াশোনা ক্ষেত্রে আরও মনোযোগী হতে এবং সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য মনোবল পেলাম। তার রূপায়ণ করাই হবে একমাত্র উদ্দেশ্য। ” আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌরচন্দ্র সামন্ত, রতন কুমার প্রামাণিক, সুধীর মন্ডল, হেমন্ত কুইলা, মুরারি মোহন জানা, অশোক কুমার জানা, কৃষ্ণপদ জানা, রাধাকান্ত মাইতি পরিচালন কমিটির সভাপতি হরিপদ মন্ডল , অভিভাবকমন্ডলী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
25/07/2023 Tamluk: A total of 6 students who obtained 75 percent and above marks in Secondary and Higher Secondary in the academic year 2023 among the alumni of North Dhalhara Hindu Board Primary School under Shaheed Matangini Block Tamluk Grameen Chakra were felicitated. It is worth noting that in addition to school studies, various types of co-curricular activities are conducted from sports, exercise, cultural practices, painting. The number of students in 2023 academic year is 323. Every year an average of 60 students passes from class IV and get admission in different schools. Good results. Among them, in the academic year of 2023, 2 twin sisters, Antara Maiti and Ananya Maiti, obtained 606 marks respectively in Tamralipta Balika Vidyapeeth, and got first place in Mathuri Kalyanika Vidyabhaban by getting 408 in high school. The Acting Headmaster of the school, Satish Sau said, “We lay great emphasis on studies in the school. We conduct weekly, fortnightly, monthly evaluations in addition to three phase evaluations. We call parents’ meetings and try to fill the gap between reading and writing. Besides, we conduct other co-curricular programs. Sports and cultural events are held at the end of the year. Students participate enthusiastically.” Joint Secretary of the School Development Committee Prof. Gaur Chandra Samant was present as a guest in the event. He said, “Among the 68 primary schools in Tamluk Grameen Chakra, North Dhalhara Hindu Board Primary School plays an important role in education. It is proved by the results of secondary and higher secondary. Through this kind of program today, the next generation will be encouraged in the field of education. Similarly, it will also help to increase the enthusiasm among those who will give secondary and higher secondary in the future.”
Laureate Suparna Maiti said “These primary school teachers laid the foundation for us in the first phase of education. Today’s program has given me the motivation to focus more on studies and reach the pinnacle of success. Making it happen is the only objective.” Today’s program was attended by Prof. Gaurachandra Samant, Ratan Kumar Pramanik, Sudhir Mandal, Hemant Quila, Murari Mohan Jana, Ashok Kumar Jana, Krishna Jana., Radhakant Maiti Management Committee President Haripada Mandal, parents and teachers.