আবুল শেখের বাড়ি থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার


Karimpur: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে মরুটিয়া থানার পুলিশ মুরুটিয়া থানার অন্তর্গত চক মারওয়া গ্রামের আবুল শেখের বাড়ি থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আবুল শেখ পিতা রসুন শেখ পলাতক। এই ঘটনা জড়িত যে চারজনকে পুলিশ গ্রেফতার করে তারা হলো সুরাজ শেখ পিতা তুজাম শেখ বয়স ১৭ লালন মোল্লা পিতা আমিরুল মোল্লা বয়স ২৩ এবং রাকিব মন্ডল পিতা জালাল উদ্দিন মন্ডল। এদের সকলের বাড়ি ব্রজনাথপুর। এছাড়া অপর একজনের নাম মেছের শেখ পিতা হাবল শেখ বয়স ৩২ এর বাড়ি মাধপুর। এরা সকলেই মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা।
সুরাজ শেখের বয়স ১৮ এবং রাকিবের বয়স ২১ বছর। এদের সকলকেই আজ কোর্টে তোলা হবে।

Karimpur: Acting on a tip-off, police recovered 396 bottles of Phensedyl from the house of Abul Sheikh of Chak Marwa village under Murutia police station late last night. Abul Sheikh’s father Rasun Sheikh is absconding. The four people arrested by the police in connection with the incident are Suraj Sheikh, father of Tu Jam Sheikh, 17, Lalon Molla, father of Amirul Mollah, 23, and Rakib Mandal, father of Jalal Uddin Mandal. All of them are from Brajnathpur. Besides, another person’s name is Mesher Sheikh’s father Habal Sheikh, 32, of Madhopur. All of them are residents of Murutia police station area. Suraj Sheikh is 18 years old and Rakib is 21 years old. All of them will be taken to court today.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights