মালদা, ১৬ আগস্ট : যুব সম্প্রদায়কে গ্রন্থাগারের প্রতি আকর্ষণ বাড়াতে এবছর বেলতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম লাইব্রেরী। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ খুঁটি পুজোর মাধ্যমে দেবীর আগমনী যাত্রার সূচনা করা হয়। খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি তথা চাঁচল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ক্লাব সম্পাদক সুজিত সাহা, পূজা কমিটির সম্পাদক কৌশিক অধিকারী সহ অন্যান্য ক্লাব সদস্যরা। ঢাক বাজিয়ে পূজার্চনার মাধ্যমে আয়োজন করা হয় খুঁটি পূজার। মালদা শহরে অন্যান্য ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবছর কিছু নতুন করার চেষ্টা করে বেলতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পূজা কমিটির সম্পাদক কৌশিক অধিকারী জানান, যুব সমাজকে গ্রন্থাগারের প্রতি আকর্ষণ বাড়াতে তাদের এ বছর পুজোর থিম লাইব্রেরি। এ বছর তাদের পুজো ২৬ বছরে পা দিয়েছে। বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। তাদের এই থিম দর্শনার্থীদের মন কারবে।
Malda, August 16: The theme library of this year’s Beltola Sarbajanin Durgotsav Samiti puja is to attract the youth to the library. The journey of the goddess’s arrival began at around 12 noon on Tuesday with the khuti puja. Club president and Chanchal MLA Nihar Ranjan Ghosh, club secretary Sujit Saha, puja committee secretary Kaushik Adhikari and other club members were present on the occasion. The khuti puja is organized by playing the dhak and worshiping. Beltola Sarvajanik Durgotsav Committee tries to do something new every year by competing with other clubs in Malda town. Kaushik Adhikari, secretary of the puja committee, said that this year’s theme library is to attract the youth to the library. This year, their puja has turned 26. The budget is around Rs 5 lakh. This theme of theirs will attract the minds of the visitors.