করিমপুরঃ নদীয়া জেলার মুরুটিয়া থানার অন্তর্গত কেচুয়া ডাঙ্গার সাহাপাড়ার পুজো এবার ১২ তম বর্ষে পদার্পণ করল। বহু পুরস্কারে ভূষিত এই পুজো। দূর দূরান্ত থেকে দর্শনার্থী প্রতি মা দেখতে আসেন এখানে। এবারের পূজোর থিম চোখে পড়ার মতো বিশেষ উল্লেখযোগ্য, একথা আমাদের জানিয়েছেন পূজা কমিটির সম্পাদক সুভাষ সাহা মহাশয়।
Karimpur: The puja of Sahapara of Kechua Danga under Murutia police station of Nadia district has entered its 12th year. This puja has been awarded many awards. Visitors from far and wide come here to see every mother. The theme of this year’s puja is very noteworthy, said Subhash Saha, secretary of the puja committee.