Malda : মালদা ইস্কন মন্দিরের উদ্যোগে আয়োজন করা হল প্রদীপ দান কর্মসূচির। সোমবার রাত্রে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। রাধা কৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ দান করেন সাধারণ মানুষজন। উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা এবং ইস্কন মন্দির কর্তৃপক্ষ। প্রতিবছরই ইস্কন মন্দিরে আয়োজন করা হয়ে থাকে এই কর্মসূচির। এবছর রবীন্দ্র এলাকায় সাধারণ মানুষদের জন্য যারা মন্দিরে যেতে পারবেন না তাদের উদ্দেশ্যে এই প্রদীপ দান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
Malda: Malda ISKCON Temple organized a lamp donation program. The event was held at Rabindra Avenue area of Malda town on Monday night. Common people donate lamps to Radha Krishna. District business leader and President of Malda Mango Merchant Association Ujjal Saha and ISKCON temple authorities were present on the occasion. This program is organized every year at the ISKCON temple. This year, this lamp donation program was organized for the common people in Rabindra area who could not go to the temple.