নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: বাঁধনা পরব উপলক্ষ্যে বুধবার মানবাজার দু’নম্বর ব্লকের অন্তর্গত দু:খুরডি গ্রামে অহিরা গীতের মধ্য দিয়ে দাদুড় খেদায় মাতলেন গ্রামের কচি-বুড়ো সকলেই। দুঃখুরডি গ্রামের বাসিন্দারা জানান বর্তমানে যা স্বচ্ছ ভারত অভিযান নামে পরিচিত তা বহু প্রাচীন কাল আগে দাদুড় খেলা নামে পরিচিত ছিল । অর্থাৎ দাদুড় খেলার আধুনিক রুপ হল স্বচ্ছ ভারত অভিযান। প্রসঙ্গত উল্লেখ্য, এই দাদুড় খেলা হল গ্রামের প্রত্যেক পরিবারগুলির মধ্যে জমে থাকা ময়লা বা অব্যবহৃত বর্জ্য পদার্থ গুলি পরিষ্কার করার একটি কর্মসূচী। যা বাঁধনা পরব উপলক্ষ্যে গরইয়ার দিন গ্রামের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা ঢোল,ধামসা,মাদোল সহযোগে অহিরা গীতের মধ্য দিয়ে নাচ ও গান করতে করতে গ্রামের প্রত্যেক পরিবার থেকে অব্যবহৃত বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করে এবং সেগুলি গ্রামের শেষ প্রান্তের একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলা হয়। যা দাদুড় খেদা নামে পরিচিত।
Purulia: On the occasion of Bandhana Parab, all the young and old people of the village celebrated their grandfathers with the song ‘Ahira’ at Du Khurdi village under Manbazar-2 block on Wednesday. Residents of Dukhurdi village said what is now known as Swachh Bharat Abhiyan was known as Dadur Khela a long time ago. That is, the modern form of dada’s game is the Swachh Bharat Abhiyan. It is to be noted that this dadud khela is a program to clean up the accumulated dirt or unused waste materials among every family in the village. On the occasion of Bandhana Parva, on the day of Gariya, people from all the adivasi communities of the village, along with dhol, dhamsa, madol, dance and sing through the Ahira song, collect the unused waste materials from every family in the village and dump them in a particular place at the end of the village. Which is known as Dadur Kheda.