আজ কোলকাতা প্রেসক্লাবে ১লা ডিসেম্বর ২০২২ প্রভাত সঙ্গিত ফেষ্টিভ্যাল ৪০ তম আয়োজিত হলো। আনন্দমুতি ওরফে প্রভাত রঞ্জন সরকারের ৫০১৮ টি গান সংকলন করা হয়েছে। এই সংগিত প্রেমি উনুষ্টানে প্রতিযোগিতা বয়সসীমা ৭থেকে ৭০ আরও একটি হলো ১৯ থেকে ৭০ বছর বয়সে অনুষ্ঠিত হতে চলেছে। প্রভাত সঙ্গিত ফেষ্টিবেল উনুষ্টানটি ৯ই ডিসেম্বর সাইন্সসিটি মিনতী ওডিটোরিয়ামের তত্ত্বাবধানে। পরিচালনা করবেন সচিব আচার্য চিতিবোধা নন্দজী মহারাজ। প্রভাত সঙ্গিত ফেষ্টিবেল বিচারক মন্ডলির আসনে নির্বাচনী সংগিত শিল্পী হৈমন্তী শুক্লা,শ্রী কুমার চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দোপাধ্যায়, ইন্দ্রানী সেন,সনজিৎ মন্ডল, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
The 40th edition of the Festival was held at The Kolkata Press Club on December 1, 2022. 5018 songs of Anandamuti aka Prabhat Ranjan Sarkar have been compiled. The competition is going to be held from 7 to 70 years of age and one more is going to be held at the age of 19 to 70 years. Prabhat Sangit Festival is under the supervision of ScienceCity Minati Oditorium on December 9. Secretary Acharya Chitibodha Nandji Maharaj will conduct it. Artists Haimanti Shukla, Kumar Chattopadhyay, Sriradha Bandopadhyay, Indrani Sen, Sanjit Mondal and many others will be present on the occasion.