গোপাল বিশ্বাস,নদীয়া:- মার্চের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে দোল উৎসব। আর এই দোল উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতবর্ষ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্ত তথা তীর্থ যাত্রীরা আসতে শুরু করেছে নবদ্বীপ, মায়াপুরের বিভিন্ন মঠ মন্দিরে। এই দোল উৎসবে কোনরকম অপ্রতিকর, দূর্ঘটনা, ও নাশকতা রুখতে তৎপর নবদ্বীপ ধাম স্টেশনের জি আর পি। সোমবার দেখা গেলো নবদ্বীপ ধাম স্টেশনে সকাল থেকেই শুরু হয়েছে জিআরপির তল্লাশি অভিযান। নবদ্বীপ জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্যের নেতৃত্বে মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন ট্রেন থেকে নামা যাত্রীরা স্টেশনে নামতেই চলছে তল্লাশি। জি আর পি সুত্রে জানা যায়, আসন্ন দোল যাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ ধাম স্টেশন কে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে জিআরপির পক্ষ থেকে। প্রতিদিন রুটিন চেকিং-এর পাশাপাশি বিশেষ দিনগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে নবদ্বীপ জিআরপির তরফে। এ বিষয়ে নবদ্বীপ জিআরপি’র ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্য বলেন, পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম গুরত্বপূর্ণ স্টেশন নবদ্বীপ ধাম। আসন্ন দোলযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। যে কোনও ধরনের নাশকতা রুখতেই আমাদের এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
Gopal Biswas, Nadia: The Dol festival will be held in the first week of March. Devotees and pilgrims from different countries of India and the world have already started coming to various math temples in Nabadwip, Mayapur. The GRP of Nabadwip Dham station is working to prevent any untoward incident, accident, and sabotage during this Dol festival. On Monday, it was seen that the search operation of the GRP started from the morning at Nabadwip Dham station. Under the leadership of Gautam Bhattacharya, officer-in-charge of Nabadwip GRP, the search is going on as soon as the passengers who got down from different trains with metal detectors got down at the station. According to GRP sources, several initiatives have been taken by the GRP to wrap the Nabadwip Dham station in a security blanket on the occasion of the upcoming Dol Jatra festival. In addition to routine checking every day, the Navadwip GRP has taken extra precautions on special days. Gautam Bhattacharya, officer-in-charge of Nabadwip GRP, said, “Nabadwip Dham is one of the most important stations in the Bandel Katwa railway section of eastern railway. Thousands of people have started coming on the occasion of the upcoming Doljatra festival. Our search operation is being carried out to prevent any kind of sabotage.