নদীয়াঃ দোল পূর্ণিমা তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব মহোৎসব উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ইস্কন মায়াপুরে অনুষ্ঠিত হলো মহাপ্রভুর মহা অভিষেক, পূজা। এদিন ইস্কন মায়াপুরে মোট চারটি মঞ্চ করে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত কয়েক হাজার ভক্ত। এদিনের এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের দুই মন্ত্রী, উজ্জ্বল বিশ্বাস, ও স্বপন দেবনাথ এছাড়াও আরও অনেকে। এদিন একটি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাধ কৃষ্ণের শ্রী বিগ্রহকেও অভিষেক ও বিশেষ পুজা করা হয়।
Nadia: Mahaprabhu’s Maha Abhishek, Puja was held at ISKCON Mayapur on Tuesday afternoon on the occasion of Dol Purnima or the 537th auspicious advent festival of Sri Chaitanya Mahaprabhu. A total of four stages were held at ISKCON Mayapur. Thousands of fans from all over the country and abroad were present at the event. Two state ministers, Ujjwal Biswas and Swapan Debnath, and many others came to attend the event. Chief Minister Mamata Banerjee also performed a special puja on the dais.