মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে বসন্ত উৎসব


মালদা: মহাসড়ম্বরে বসন্ত উৎসবের আয়োজন করা হল। প্রতিবছরের ন্যায় এবছরও মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। জানা যায় তার পূর্বে মালদা শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে এক সমবেত অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে মহাসড়ম্বরে বসন্ত উৎসবের শামিল হন আট থেকে আষি সকলেই। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।

Malda: Spring festival has been organized in a grand manner. Like every year, this year too, the Spring Festival was organized at malda district sports association ground. It is known that before that a colorful procession was held across the city of Malda. Later, in a gathering ceremony, all the eight to the guests joined the spring festival at the malda district sports association ground. Chairman of English Bazar Municipality Krishnendu Narayan Chowdhury and other dignitaries were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights