বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কলেজে


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ দোমোহনা কাজী নজরুল ইসলাম ডি.এড ট্রেনিং কলেজ, দিনাজপুর বি.এড কলেজ ও দোমোহনা ফার্মেসি কলেজের যৌথ উদ্যোগে নবম তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় রবিবার। জানা গেছে সংস্কৃতির বহুমুখী দিকগুলিকে ফুটিয়ে তোলার জন্য এদিন নাচ, গান, সঙ্গীত, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এদিন উপস্থিত ছিলেন দোমোহনা কাজী নজরুল ইসলাম ডি.এড ট্রেনিং কলেজ ও দিনাজপুর বি.এড কলেজের সেক্রেটারি হাজিকুল ইসলাম। করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। দোমোহনা ফার্মেসি কলেজের সেক্রেটারি নুরুজ্জামান। দোমোহনা কাজী নজরুল ইসলাম কলেজের সভাপতি ইলতাফ হুসেইন। করণদিঘী বিডিও নিতিশ তামাং। চাকুলিয়ার বিডিও কানাইয়া কুমার। এছাড়াও ছিলেন প্রিন্সিপাল ও কলেজের শিক্ষক শিক্ষিকা গন সহ অন্যান্যরা।কলেজের সেক্রেটারি হাজিকুল ইসলাম জানিয়েছেন সারা বছর ছেলেমেয়েরা টিচার ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত নাচ,গান শিখে তা তুলে ধরা জন্যই মূলত এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

Domohana Kazi Nazrul Islam D.Ed Training College, Dinajpur B.Ed College and Domohana Pharmacy College jointly organized the 9th annual cultural programme on Sunday. It is learned that various cultural programs including dance, songs, music, drama will be organized on this day to highlight the multifaceted aspects of culture. Secretary of Domohana Kazi Nazrul Islam D.Ed Training College and Dinajpur B.Ed College Hajikul Islam were present on the occasion. Gautam Pal is an MLA from Karandighi Assembly constituency. Nuruzzaman, secretary of Domohana Pharmacy College. Domohana Kazi Nazrul Islam College President Iltaf Hussain. Karandighi BDO Nitish Tamang. Chakulia BDO Kanaiya Kumar. There were also principals and teachers of the college, among others. Hajikul Islam, secretary of the college, said that the program was organized to highlight the dances and songs that the children learn along with teacher training throughout the year.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights