মালদায় দূর্গাপুজো কার্ণিভাল


মালদাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের ফোয়ারা মোরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পুজো কার্নিভালের। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। জানা যায় মালদা শহরের ২৪ টি ক্লাব অংশ নেয় এই পুজো কার্নিভালে‌। ঢাক ঢোল সাঁওতালি নৃত্য সহকারে শৃঙ্খলা বদ্ধ ভাবে একে একে অংশ নেয় ২৪ টি ক্লাব। এদিকে রবীন্দ্র এভিনিউ থেকে মিশন ঘাট পর্যন্ত বর্ণাঢ্য এই পুজো কার্নিভাল দেখতে রাস্তার দুই ধারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Malda: Inspired by Chief Minister Mamata Banerjee, the Malda district administration organised the puja carnival for the first time. The puja carnival was formally inaugurated at Fowara More in Malda town on Friday evening. District Magistrate Nitin Singhania, Superintendent of Police Pradeep Kumar Yadav, English Bazar Municipality Chairman Krishnendu Narayan Chowdhury, Malda Zilla Parishad President ATM Rafiqul Hossain, MLA Abdur Rahim Bakshi and others were present. It is known that 24 clubs of Malda city participated in this puja carnival. Twenty-four clubs participated in a disciplined manner with dhak dhol Santali dance. Meanwhile, from Rabindra Avenue to Mission Ghat, a crowd of common people can be seen on both sides of the road to see this colorful Puja carnival.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights