মালদা: ইউক্রেনে আটকে মালদার পড়ুয়া। ওই ছাত্র সেখানে ডাক্তারি পড়তে গিয়েছে। ইউক্রেনের খারকিভ শহরে। ওই ছাত্র তার পরিবারকে হোয়াটসআপ কলের মাধ্যমে জানায় তারা সেখানে অসুবিধার মধ্যে রয়েছে। সেখানে তাদের হোস্টেলের সামনে দিয়ে যুদ্ধ ট্যাঙ্কার যাতায়াত করছে। বোমা গুলির শব্দ শোনা যাচ্ছে। ফলে দুশ্চিন্তায় রয়েছে দে পরিবার। তারা ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা শাসকের দপ্তরে ছেলেকে ফিরিয়ে আনতে আর্জি জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছ,ওই পড়ুয়ার নাম বিবেক চন্দ্র দে। বাড়ি মালদার ইংরেজবাজার থানার কতুবপুর এলাকায়। বাবা বিশ্বনাথ দে পেশায় স্কুল শিক্ষক। মা দেবজানি দে। ভি এন খারাজেন খারখিভ ইউনিভার্সিটির দ্বিতীয়বর্ষের ছাত্র। সে মালদা থেকে ২০২১সালের এপ্রিলে মালদা থেকে সেখানে পরতে যায়। চলতি বছরের মার্চে আসার কথা। এদিকে সেখান থেক বিবেককে সহ তাদের সহপাঠিদর বলা হয় সাইরেন শুনলে হোস্টেলের বেসমেন্টে যেন চলে যায়।মাঝে মাঝে ভিডিও কলে কথা হচ্ছে। উদ্বেগে মালদায় পরিবার। বিবেকের মা দেবজানি দে জানান, ইউক্রেনের খারকিভ শহরে আটকে রয়েছে তারা। তার সাথে রয়েছে আরও বেশ কিছু ছাত্র। একটি ফ্ল্যাটে বর্তমানে আশ্রয় নিয়েছে তারা সাইরেন বাজিয়ে করে আশ্রয় নিতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছে তারা। মূল যুদ্ধক্ষেত্র ক্রিব শহর থেকে প্রায় ছয় ঘন্টা লাগে ওই শহর।আমার ছেলে হোয়াটস আপের মাধ্যমে কথা বলে। হোস্টেল থেকে কিছুটা দুরে বোমা পরছে। ফলে তারা আতঙ্কে রয়েছে। তার সঙ্গে তাদের সহ পাঠিরা রয়েছে। সেখানকার হোস্টেল কতৃপক্ষ জানায় সাইরেনের শব্দ শুনলেই বেষ্টমেন্টে চে যেতে। খাওরেরও যথেষ্ট অভাব রয়েছে। আমরা যথেষ্ট চিন্তায় রয়েছি। আমরা ছেলেকে ফিরিয়ে আনতে জেলা শাসকের কাজে আর্জি জানিয়েছি। আমার ছেলেকে যাতে মালদায় ফিরিয়ে দেওয়া হোক।