ভস্মীভূত হয়ে গেল এক কৃষকের বাড়ি


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/ovBhWtWDy-A” align=”center”][vc_column_text]মালদা: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল এক কৃষকের বাড়ি। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। জানাযায়ী ও এলাকার বাসিন্দা তথা পেশায় কৃষক লক্ষ্মী মন্ডল। গতকাল হঠাৎ বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতো দেখা যায়। এরপর পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসতেই তারা বাইরে বেরিয়ে আসেন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ঘরে থাকা নগদ টাকা দুটি গবাদি পশু এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে যদিও পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।[/vc_column_text][/vc_column][/vc_row]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights