অনুষ্ঠিত হলো ফরওয়ার্ড ব্লক পার্টির পক্ষ থেকে ১৭ তম জেলা সম্মেলন


করিমপুরঃ নদীয়া জেলার করিমপুরে কিষান ভবন লজে অনুষ্ঠিত হলো ফরওয়ার্ড ব্লক পার্টির পক্ষ থেকে ১৭ তম জেলা সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য বিভাস চক্রবর্তী এবং রাজ্য কমিটির সদস্য শ্রীমন্ত মৈত্র এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলার নবনির্বাচিত সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ ধর জেলা সম্পাদক মন্ডলী সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রশান্ত মন্ডল এবং সুখ রঞ্জন মজুমদার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই তাদের বক্তব্যের মাধ্যমে তাদের পার্টির শ্রীবৃদ্ধির কথা এবং ভবিষ্যৎ সুরক্ষার কথা বলে এবং নেতাজি সম্পর্কে বিশেষ শ্রদ্ধা রাখে এবং নেতাজির আদর্শকে সামনে রেখে তারা তাদের এই পার্টিকে নিয়ে যেতে চাই এবং বক্তব্য পেশ করেন এবং ধ্যানধারণা পোষণ করেন। বিশেষ করে বিভাস চক্রবর্তী মহাশয় এই বক্তব্য পেশ করেন এবং এই ধারণা পোষণ করেন।

Karimpur: The 17th district conference ceremony of forward bloc party was held at Kisan Bhaban Lodge at Karimpur in Nadia district. State Editorial Board Member Bibhas Chakraborty and State Committee Member Shrimanta Moitra were also present on the occasion. Arun Dhar district secretary was also present among the dignitaries. Apart from this, many other dignitaries including Prashanta Mondal and Sukh Ranjan Majumdar were also present. All of them talk about the growth of their party and the security of the future through their speeches and have special respect for Netaji and they want to take their party in front of Netaji’s ideals and present speeches and ideas. In particular, Bibhas Chakravarty made this statement and expressed this idea.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights