ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের আত্মাপ্রকাশ


শিল্পনীড় ডেস্ক : দুই দেশের যুব ও তরুণ সমাজের মধ্যে জঙ্গিবাদ, ধর্মীয় অপপ্রচার, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ও দুই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষায় প্রবুদ্ধ করতে সচেতনতা সৃষ্টি ও অভিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার উদ্দেশ্যে আত্মপ্রকাশ হলো ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের। গতকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেসক্লাবে এই কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নব-গঠিত কমিটিতে বিশিষ্ঠ সাংবাদিক, সংস্কৃতিকর্মী, দক্ষ সংগঠক হাসিবুর রহমান রিজু (বাংলাদেশ)-কে সভাপতি ও বিশিষ্ঠ অভিনেতা ও সংস্কৃতিকর্মী সোমনাথ স্যানাল (ভারত)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে পশ্চিবঙ্গের প্রায় অর্ধশত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু বলেন, “এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক চেতনা প্রবুদ্ধ ও ভারত বাংলাদেশ সীমানাবিহীন সংস্কৃতি বন্ধনে আবদ্ধ সংগঠন। দুই বাংলার কিছু অসাম্প্রদায়িক প্রগতিশীল সংস্কৃতিমনা সংগঠকদের সম্বন্বয়ে এই কমিটি গঠিত। সংগঠনটি দুই দেশের তৃণমূল পর্যায়ে সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। আমাদের প্রাথমিক পরিকল্পনা হলো দুই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাযথ সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে কমিটির কর্মকান্ড পরিচালনা করা ও পর্যায়ক্রমে সারাদেশব্যাপী সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা। মূলত, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে ও তৃণর্মল পর্যায়ে বিভিন্ন সভা, সেমিনারের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা প্রবুদ্ধ করা।” অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের সভাপতি ও ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের উপদেষ্টা সুব্রতা দত্ত। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবক ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের উপদেষ্টা সুবীর দাস। প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ও ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের উপদেষ্টা মৈত্রী সান্যাল সহ বিভিন্ন পেশাজীবী সাংবাদিক ও সামাজিক সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন।

Shilpaneer Desk: The Bharat Bangladesh Jubo Maitri Parishad has made its debut with the aim of creating awareness and working with the aspirational goal of protecting the interests of the minority communities of the two countries against militancy, religious propaganda, communal incitement, and among the youth of the two countries. The debut ceremony of this committee was held at the Calcutta Press Club in West Bengal, India, on Friday (July 14) afternoon. In the inaugural ceremony, prominent journalist, cultural activist, and skilled organizer Hasibur Rahman Riju (Bangladesh) was elected as president, and eminent actor and cultural activist Somnath Sanal (India) as general secretary in the newly formed committee. After the debut ceremony, a press conference was held with about half a hundred journalists from West Bengal. Hasibur Rahman Riju, president of the central committee of the Bharat Bangladesh Juba Maitri Parishad, said in the press conference, “It is an organization with a non-political, non-communal spirit and bound by the cultural ties of India and Bangladesh without borders. This committee was formed by some non-communal progressive culture-minded organizers of the two Bengals. I believe that the organization will play a major role in the development of grassroots relations between the two countries. Our initial plan is to manage the activities of the committee through appropriate organizational activities at the district and divisional levels of the two countries and gradually highlight the goals and objectives of the nationwide organization. Basically, to inculcate non-communal consciousness among the people of the two countries through various meetings and seminars in schools, colleges, universities, and at the grassroots level. West Bengal Mahila Congress president and Bharat Bangladesh Yuva Maitri Parishad advisor Subrata Datta was present as a guest. Prominent cultural personality Samajsevak Bharat Bangladesh Jubo Maitri Parishad Advisor Subir Das. Senior politician social worker and advisor of Bharat Bangladesh Yuva Maitri Parishad Maitri Sanyal along with various professional journalists and organizers of social organizations were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights