জটিক ফ্রুজুসের নতুন রুপে আত্মপ্রকাশ


কলকাতা, ২০২৩ঃ ভারতের বাজারে নানা রকমের নন এলকোহলিক ড্রিঙ্কস বা পানীইয়ের দেখা মেলে। জটিকের জেরু তার মধ্যে অন্যতম। এবার সেই জটিক ফ্রুজুসের নতুন রুপে আগমন ঘটতে চলেছে। চলতি বছরের মে মাস থেকে ভারতের বিভিন্ন বাজার এবং দোকানে জেরু এই নন-এলকোহোলিক ড্রিঙ্কস ‘জে’ নামের নতুন প্যাকেজিং-এ পাওয়া যাবে। সারা দেশের বিভিন্ন মেট্রো শহর সহ ছোট শহরগুলিতে ৩.৫ লক্ষ খুচরা দোকানে এই নতুন জেরু ড্রিঙ্কর দেখা মিলবে। ইতিমধ্যে তারা নতুন ভাবে নিজেদের বৃদ্ধির পরিকল্পনা করেছে। আগামী ১০ বছরের মধ্যে নিজেদের ১০০০ কোটি টাকার কোম্পানিতে রুপান্তর করবে বলে আশাবাদী। লক্ষ্য আগামী ৩ বছরের বছরে ৫০-৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এবং ২০২৬ সালের শেষে ৫০০ কোটিতে নিজেদেরকে পৌঁছে দেওয়া। জেরু ইতিমধ্যেই ভারতের তরুণ-তরুণীদের মন জয় করতে সক্ষম হয়েছে। প্রথমবার ‘জে’-র প্যাকেজিংয়ে ৬টি রঙ ব্যবহার করা হয়েছে, যা এটিকে অন্যান্য ড্রিঙ্কসের থেকে আলাদা করতে সাহায্য করবে। জটিক তাদের উৎপাদন বৃদ্ধি করতে ভারতের বিভিন্ন অংশে নিজেদের প্রসারিত করার পরিকল্পনা করেছে। কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে ভারতের পশ্চিম, পূর্ব, উত্তর এবং দক্ষিণ জুড়ে একাধিক উৎপাদন ইউনিট গড়ে তোলা। ইতিমধ্যেই তারা পূর্ব, উত্তরে এবং দক্ষিণে ৪টি উৎপাদন ইউনিটের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। আগামী অর্থবছরে ১৫ থেকে ২০ কোটির বেশি উৎপাদন নিশ্চিত করতে খুচরা বিক্রেতাদের আরও ভাল পরিষেবা দিতে প্রস্তুত। মাল্টি-লেভেল ডিস্ট্রিবিউশন মডেল অনুযায়ী জটিক বর্তমানে ১৯টি রাজ্যে এবং ৭৮০টি শহরে নিজেদের বিস্তার করেছে। বর্তমানে তাদের ২০০এর বেশি আড়ৎদার এবং ১০০০-এর বেশি ডিস্ট্রিবিউটর বা পরিবেশক রয়েছে, যারা সক্রিয়ভাবে ভারতের বিভিন্ন অংশে প্রায় ১.৫ লক্ষ আউটলেট কভার করে চলেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিতে নিজেদের উন্নতির পাশাপাশি ৫টি বড় মেট্রো শহুরে সক্রিয়করণের জন্য তারা মনোনিবেশ করে চলেছে। ২০২৪ সালের অর্থ বর্ষের মধ্যে অতিরিক্ত ১৫০টি আড়ৎদার বা (সুপার স্টকিস্ট) এবং ৭০০ পরিবেশক নিয়োগ করার পরিকল্পনা করেছে তারা। ২০২৬-এ অর্থবর্ষে আরও ১০০ আড়ৎদার এবং ১০০০ পরিবেশক নিয়োগ করবে এবং একই বছরের মধ্যে ভারত জুড়ে মোট ৪০০টি আড়ৎদার এবং ৩০০০ ডিস্ট্রিবিউটরের কাছে নিজেদের পৌঁছে দেবে। বছর জুড়ে বানিজ্যিকভাবে জটিকের দৃশ্যমানতা এবং সচেতনতা তৈরি করতে বিভিন্ন প্রচার, ট্রায়াল এবং কার্যকলাপের পরিকল্পনা করেছে তারা। সংস্থার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা রাজীব সেহগাল বলেন, “আমাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি। ব্যবসা এবং ব্র্যান্ডের বৃদ্ধির জন্য ভবিষ্যতে আরো বিনিয়োগ করতে প্রস্তুত। আমাদের এখন ‘জে’-এর মতো উচ্চ মানের মাশলা পানীয়ের সাথে উচ্চ মানের পানীয় দেওয়ার করার চেষ্টা করছি। আমাদের এই ব্র্যান্ডটি নবীনদের পাশাপাশি প্রবীনদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ২০৩০ সালের মধ্যে বাজারে নন-এলকোহলিক ড্রিঙ্কস বা পানীয় বিক্রয় দ্বিগুণ হয়ে উঠবে। আমরা আশাবাদি জটিকের ‘জে’-এর স্বাদ এবং গুণগত মানের দিক থেকে বাজারের অনেকটা বড় জায়গায় পৌঁছবে এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পানীয় কোম্পানি হিসাবে বিকশিত হবে।”

Kolkata, 2023: Various non-alcoholic drinks are available in the Indian market. Jatik’s Jeru is one of them. This time the arrival of the new form of the Jotik Frujus will happen. From May this year, Zeru non-alcoholic drinks will be available in a new packaging called ‘J’ in various markets and shops in India. The new Zeru drinker will be available in 3.5 lakh retail outlets in various metro cities and smaller cities across the country. Already they have planned to grow themselves in a new way. Hoping to transform themselves into a 1000 crore company within the next 10 years. The target is to achieve 50-60 per cent annual growth in the next 3 years and reach 500 crores by the end of 2026. Jeru has already managed to win the hearts of the youth of India. For the first time, ‘J’ has used 6 colours in its packaging, which will help differentiate it from other drinks. Jotik plans to expand to different parts of India to increase its production. Strategic expansion plans include setting up multiple manufacturing units across West, East, North and South India. Already they have signed contracts with 4 manufacturing units in East, North and South. 15 to 20 crores in the next financial year to ensure better service to retailers. Jotik is currently spread across 19 states and 780 cities as per the multi-level distribution model. Currently, they have over 200 dealers and over 1000 distributors, who are actively covering around 1.5 lakh outlets in different parts of India. They continue to focus on developing themselves in Tier II and III cities as well as urban activation of the 5 major metros. They plan to hire an additional 150 Artdars (super stockists) and 700 distributors by FY 2024. It will hire another 100 dealers and 1,000 distributors in FY 2026 and reach a total of 400 dealers and 3,000 distributors across India by the same year. They have planned various campaigns, trials and activities throughout the year to create visibility and awareness of the commercial Jotik. Rajeev Sehgal, chairman and founder of the organization, said, “We feel there is a need for change. Ready to invest more in future for the growth of business and brand. We are now trying to provide high-quality drinks with high-quality masala drinks like ‘J’. This brand of ours has become popular among youngsters as well as the seniors. By 2030, sales of non-alcoholic beverages in the market will double. We are hopeful that Jotik’s ‘J’ will reach a much larger market share in terms of taste and quality and evolve into one of the leading beverage companies in India.”

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights