নদীয়া। ১০ অক্টোবর,২২ ,নবদ্বীপ। শারদীয়া দুর্গোৎসবের দুর্গাপ্রতিমা গঙ্গায় বিসর্জনের সময় নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে সমস্ত পূজা কমিটি গুলির কাছে আহ্বান জানান যে ,কোনরকম ভাবেই গঙ্গা দূষিত করা চলবেনা। পূজার সময় ব্যবহৃত সমস্ত জিনিস গঙ্গার পাড়ে নির্দিস্ট স্থানে জমা করতে ,পূজা কমিটির সদস্যদের কাছে অনুরোধ জানানো হয়।পড়ে ওইসব জিনিস পৌরসভার পক্ষ থেকে সরিয়ে ফেলা হবে বলে ঘোষনা করা হয়, সেইসঙ্গে প্রতিমা গঙ্গায় নিরজ্ঞনের পড় সেগুলো জল থেকে তুলে ফেলার জন্য ব্রেকভ্যান ব্যবহার করে সরিয়ে ফেলা হবে। এদিন দুপুরে দেখা গেল গঙ্গার ঘাটগুলিতে সমস্ত আবর্জনা পরিষ্কার করে এবং জল থেকে কাঠামো তুলে ফেলা হচ্ছে। এর ফলে গঙ্গায় স্নান করতে আসা দর্শনার্থী ও নবদ্বীপ বাসী খুব খুশী।
Nadia. October 10, 22, Nabadwip. During the immersion of Durga idols in the Ganga on behalf of The Navadwip Municipality, he appealed to all the puja committees that the Ganga should not be polluted in any way. Members of the puja committee are requested to deposit all the items used during the puja at a particular place on the banks of the Ganga. It was announced by the municipality that these items will be removed, as well as the idols will be removed using a break van to remove them from the water when they fall into the Ganga. This afternoon, it was seen that all the garbage was being cleaned in the ghats of the Ganges and the structures were being removed from the water. As a result, the visitors and the people of Nabadwip are very happy to take a bath in the Ganges.