গঙ্গা‌সাগরের‌ গঙ্গা জল পরিসেবার শুভ সূচনা ডাক বিভাগের হাত দিয়ে


সুমাল্য মৈত্রের রিপোর্টঃ কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার ‌‌। প্রতিটা প্রতিটা শীতের সময় বিভিন্ন বয়সের মানুষদের দেখা যায় গঙ্গাসাগর যাত্রা‌ করছেন‌। বরং এ ছবি আমাদের কাছে নতুন নয়, পুর্নার্থীরা‌ শীতকালে গঙ্গাসাগরে স্নান করার পাশাপাশি সাথে করে নিয়েও আসেন গঙ্গা সাগরের পবিত্র জল‌। তবে এখন‌ আর গঙ্গাসাগর থেকে কোনো মানুষকেই আর জল বয়ে নিয়ে আসতে‌ হবে না ‌। আপনার‌ ঘরের কাছে আপনার এলাকার পোস্ট অফিসে পেয়ে যাবেন গঙ্গাসাগরে পবিত্র জল‌ ‌। মঙ্গলবার তিন তারিখ কলকাতার ঐতিহ্য মন্ডিত‌ জিপিও‌ ভবনে গঙ্গাসাগরে গঙ্গাজল‌ পরিসেবার শুভ সূচনা হয়ে গেলো ‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্ট মাষ্টার জেনারেল মেলস‌ ও ওয়েস্ট বেঙ্গল সার্কেলের দায়িত্ব প্রাপ্ত অফিসার GPO PMG BD রিজিয়ন‌ অনিল কুমার এবং উপস্থিত ছিলেন কলকাতা রিজিয়নের শ্রী সঞ্জীব রঞ্জন মহোদয় ‌। অনিল কুমার সাংবাদিকদের জানান জেনারেল পোস্ট অফিস ছাড়াও গঙ্গাসাগরের এই গঙ্গা জল পাওয়া যাবে বিভিন্ন পোষ্ট অফিসেই ‌। ২৫০ মিলি লিটার জলের বোতলের দাম ধার্য করা হয়েছে ৩০ টাকা ‌। তবে এই জল কখন পান করা যাবে তাও বোতলে উল্লেখ করা আছে ‌। ডবল‌ ফিল্টার করা এই গঙ্গাসাগরের জল পাওয়া যাবে অনলাইনেও‌। GPO-র এই উদ্যোগ নিঃসন্দেহে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস ‌।

Sumalya Maitra’s report: As the saying goes, all the pilgrimages are repeated, the Ganges Sea once. Every winter people of different ages are seen traveling the Gangesagar. Rather, this image is not new to us, pilgrims bathe in the Ganges in winter and bring the holy water of the Ganges with them. But now no one has to bring water from Gangesagar anymore. You can get holy water in Gangesagar at your local post office near your home. On Tuesday 3rd, the Ganges water service in the Gangesagar was auspiciously started at the heritage-listed GPO building in Kolkata. Post Master General Mails and West Bengal Circle Officer-in-Charge GPO PMG BD Region Anil Kumar and Mr. Sanjeev Ranjan of Kolkata Region were present on the occasion. Anil Kumar told reporters that apart from the General Post Office, this Ganga water from the Gangesagar will be available at various post offices. The price of a 250 ml liter water bottle has been fixed at Tk 30. But when this water can be drunk is also mentioned in the bottle. This double filtered Ganges water is also available online. We believe that this initiative of GPO will undoubtedly respond.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights