গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো ১৪তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


দক্ষিণ দিনাজপুর: এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো ১৪তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।বুধবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার ২৩ টি মাদ্রাসার প্রায় ৩৫০জন পড়ুয়া।এদিন পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও হাজির ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল,জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন ১৪তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Dakshin Dinajpur: The annual sports competition of the 14th District Madrasahs and Child Education Centers was held in Gangarampur of Dakshin Dinajpur district on Wednesday through a wonderful event. This sports competition was held on Wednesday at Gangarampur Stadium. Around 350 students from 23 Madrasahs of the district participated in the competition. On this day, the Minister of Consumer Protection Department Biplab Mitra started the sports competition by hoisting the flag. Kumarganj Legislative Assembly MLA Toraf Hossain Mondal, District Council Mentor Shankar Sarkar and other dignitaries were also present. On this day, the enthusiasm among the students and parents of the schools around the annual sports competition of the 14th District Madrasas and Children’s Education Centers was palpable.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights