গ্যাসের কানেকশনের সাথে আধার লিংক সংযুক্তিকে কেন্দ্র করে নবদ্বীপে তৃণমূল বিজেপি হাতাহাতি, রক্তাক্ত, গুরুতর আহত দু’পক্ষ


গোপাল বিশ্বাস, নদীয়া- সম্প্রতি গ্যাসের কানেকশন এর সাথে আধার লিংক সংযুক্তি করানোকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উঠে এসেছে একাধিক অভিযোগ, কখনো গ্যাস ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে টাকা চাওয়ার, কখনো গ্রাহকদের পাইপ কিনতে বাধ্য করার মতো একাধিক অভিযোগের সাক্ষি থেকেছে বঙ্গবাসী, এমনকি নদীয়ায় মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধেও গ্রাহকদের থেকে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে। আর এবার এই কর্মসূচীকে ঘিরে কার্যত রনক্ষেত্ৰ চেহেরা নিলো নদীয়ার নবদ্বীপ শহর। জানা যায় গত কয়েকদিন ধরে বিজেপির তরফে গ্যাসের কানেকশন এর সাথে আধার লিংক সংযুক্তি করার পরিষেবা শহরের বিভিন্ন এলাকায় বিনা মূল্যে করে আসছে।

গতকাল এই কর্মসূচী চলা কালীন শহরের ২নল ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা মন্ডল বিজেপি নেতা আনন্দ দাসের সাথে বাতবিতন্ডে জরায়, ও গতকাল কর্মসূচী বন্ধ হয়ে যায়। সুত্র মারফত জানা যায় বুধবার বিকেল আনুমানিক সারে চারটে নাগাদ, নবদ্বীপ শহরের বাধরোড সংগ্লগ্ন এলাকায় একই ভাবে এই কর্মসূচী করার জন্য বিজেপির তরফে বসে।বিজেপির অভিযোগ এই কর্মসূচী চলাকালীন তৃণমূল কংগ্রেস এর তরফে ও নবদ্বীপ শহরের ২,৪,৫,১,১৪নং ওয়ার্ডের কাউন্সিলর সহ অসংখ্য দলীয় কর্মীদের নিয়ে তাদের ওপর চড়াও হয়, করাহয় অকথ্য ভাষায় গালাগালি, পরিস্থিতি একদম হাতাহাতিতে গড়ায়,।বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস জানান গতকালও আমাদের এই কাজ চলাকালীন ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধী এসে বাঁধা দেন,, আমরা আজও এই কর্মসূচী শুরু করার পর তৃণমূলের তরফে পুলিশকে সামনে রেখে পরিকল্পিত ভাবে হামলা চালায়, আসলে এরা মানুষকে পরিষেবা নিজেরা দেয় না, আর কাউকে দিতেও দেয়না, তৃণমুল কংগ্রেসের কর্মীদের আঘাতে আহত হয়েছে একজন বৃদ্ধা মহিলা, আমাদের একাধিক কর্মীকেও করাহয়েছে মারধর, সবটাই পুলিশের সামনে এটা তৃণমূলের সংস্কৃতি। বিজেপির সব অভিযোগ উড়িয়ে ২নং ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা মন্ডল বলেন বিজেপি গত কয়েক দিন ধরে নবদ্বীপ শহর জুড়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে, শুধু মাত্র রাজনীতি করার জন্য, আমরা জানতে চেয়েছিলাম এই কাজটা আপনারা করছেন তার জন্য কন জায়গা থেকে কোন অনুমতি আছে কিনা, বলতেই আমাদের মহিলা কর্মী, সহ জনপ্রতিনিধী ও সিনিয়ার নেতৃত্বদের অকথ্য ভাষায় গালাগালি করে, ও মারধরও করে। তিনি আরও জানান তারা মানুষের আধারের নং সহ তথ্য নিচ্ছে, সকলেই জানি আধারের তথ্য ব্যাক্তিগত রাখতে হয় কিন্তু এরা যখন আধারের তথ্য নিচ্ছে এটাকি আইনি? পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ সম্পুর্ন ভিত্তি হীন বলেও দাবী করেন তিনি। যদিও তৃণমূল কাউন্সিলারে অনুমতি নেবার বিষয়ে পাল্টা বিজেপির তরফে জানায় বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাসের নামে সাংসদ জগন্নাথ সরকার অথরাইজ লিখে দিয়েছেন, পাশাপাশি বিজেপির তরফে আরও জানায় ইন্ডেন ওয়েল বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কাজটি যে কেও করতেই পারে এখানে অনুমতির কি আছে আমাদের জানা নেই।

Gopal Biswas, Nadia- Recently, several complaints have come up in different parts of the state regarding Aadhaar link with gas connection, sometimes against the gas distributor asking for money, sometimes forcing customers to buy pipes, Bengalis have witnessed multiple complaints, even against the minister’s wife in Nadia from the customers. Allegations of asking for money have also been made. And this time around this program Navadwip city of Nadia practically took the face of a battlefield. It is known that for the past few days BJP has been providing the service of connecting gas connection with Aadhaar link free of charge in different areas of the city. During the program yesterday, Anuradha Mondal, councilor of Nol ward 2 of the city got into a heated argument with BJP leader Anand Das, and the program was called off yesterday. It is known through the sources that on Wednesday afternoon around 4:00 p.m., BJP sat down for this program in the same way in Badroad area of ​​Nabadwip city. BJP alleged that during this program Trinamool Congress and councilors of Ward No. 2, 4, 5, 1, 14 of Nabadwip city. With numerous party workers, they were assaulted, abused in unspeakable language, the situation turned into a fight. BJP’s district leader Anand Das said yesterday also during our work, the people’s representative of 2 Noll Ward came and blocked us, after we started this program today, Trinamool called the police in front of them. They attack in a planned manner, in fact they do not provide services to people themselves, nor do they allow anyone else to do so, an old woman was injured by Trinamool Congress workers, several of our workers were also beaten up, all this is Trinamool culture in front of the police. Dismissing all allegations of BJP, Ward 2 Councilor Anuradha Mandal said that BJP has been misleading people across Nabadwip city for the last few days, just to do politics, we wanted to know from where you have permission for doing this, our women workers said., abused fellow public representatives and senior leaders in unspeakable language, and even beat them. He also said that they are taking people’s information including Aadhaar number, everyone knows that Aadhaar information should be kept private but when they are taking Aadhaar information, is it legal? He also claimed that the allegation of beating BJP workers is completely baseless. Although the Trinamool countered by the BJP about taking permission from the councillor, the MP Jagannath Sarkar has written an authorization in the name of BJP’s district leadership Anand Das, and also on behalf of the BJP, Inden Well has informed in the notification that anyone can do this work, we do not know what the permission is here.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights