ঘোলার বোর্ডঘর এলাকায়হামলার শিকার চিকিৎসকের বাড়িতে বিজেপি সাংসদ অর্জুন সিং


বিশ্বজিৎ নাথঃ তৃণমূল কর্মীর বাড়িতে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় চিকিৎসকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। নিউ ব্যারাকপুর থানার বিলকান্দার বোর্ডঘর এলাকার ঘটনা। অভিযোগ, গত ১৫ জানুয়ারি রাতে চিকিৎসক আশুতোষ কীর্তনীয়ার বাড়িতে ইঁট ছুঁড়ে মারা হয়। ১৭ জানুয়ারি সকালে তার বাড়ির সামনে থেকে পুলিশ বোমা উদ্ধার করে। ঘটনার পর থেকে আতঙ্কে চিকিৎসকের পরিবার এবং পড়শিরা। চিকিৎসক আশুতোষ বাবুর অভিযোগ, তার বাড়ির উল্টোদিকে রনি দে-র বাড়িতে মদ, জুয়ার ঠেক বসে। এমনকি মধু চক্রের আসর বসে। অসামাজিক কাজের প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়। রনি নিজেকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করে। আশুতোষ বাবুর আরও অভিযোগ, ছেলে সন্দীপ চিকিৎসক। ছেলে বাড়িতে চেম্বার করার উদ্যগ নিয়েছে। কিন্তু চেম্বার করলে অসামাজিক কাজে বাধা আসবে। তাই এই হামলা। যদিও ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কর্মী রনি দে। এদিকে, বৃহস্পতিবার বেলায় নিরাপত্তা হীনতায় ভুগতে থাকা চিকিৎসকের বাড়িতে এসে বিজেপি সাংসদ অর্জুন সিং ক্ষোভের সঙ্গে বলেন, বাংলায় কেউ সুরক্ষিত নেই। তৃণমূল দলটা দুষ্কৃতীদের হাতে চলে গেছে। প্রশাসন পঙ্গু হয়ে গিয়েছে। পুলিশ অধিকারিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। যদিও স্থানীয় তৃণমূল নেতা সজল দাস বলেন, ঘটনার দিন চিকিৎসক পরিবারের সদস্যদের নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। তিনদিন বাদে অর্জুন সিং এসেছেন। ওনার বোঝা উচিত ভাটপাড়া আর খড়দা এক নয়। ওনি তো সমাজবিরোধীদের নেতা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights