মালদা: মালদহের গাজলে নির্যাতিতা স্কুল ছাত্রীর বাড়িতে আসেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্যরা। আজ সকালে মালদায় পৌঁছন দুই সদস্যের প্রতিনিধি দল। মালদা সার্কিট হাউস থেকে গাজলের উদ্দেশ্যে রওনা দেন তারা। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের দুই সদস্য নির্যাতিতার বাড়িতে এসেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো ও রূপালী ব্যানার্জী। নির্যাতিতার বাড়িতে আসতেও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দলকে দেখে রেগে যায়। এরপর তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনের লোক থাকলে কোন ভাবেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন না, বলবেন না। এরপর রাজ্য কেন্দ্রীয় দলের সঙ্গে উচ্চ বাক বিতন্ড শুর হয়। গ্রামবাসীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। রাজ্য প্রতিনিধিদের গোব্যক শ্লোগান দিতে থাকে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন,আমরা তাদের কোন বাধা দিচ্ছি না। তারাই নিজেরা ভুল কথা বলছেন। প্রিয়াঙ্ক কানুনগো বলেন, ওনারা কথা বলতে বাঁধা দিচ্ছেন। যতক্ষণ তারা যাবেন না ততক্ষন কথা হবে না।
Malda: Members of the National Commission for Protection of Child Protection rights came to the house of the victim schoolgirl in Malda’s Gazal. A two-member delegation arrived in Malda this morning. They left malda circuit house for Gazal. Meanwhile, two members of the State Election Commission have come to the victim’s house. Priyank Kanungo and Rupali Banerjee are part of the central delegation. When he came to the victim’s house, he got angry to see the team of the State Commission for Protection of Child Rights. He then said that if there is a person from the State Election Commission, do not say that he will not meet the victim’s family in any way. Then there was a heated exchange of words with the state central team. The villagers sat on the streets and started protesting. The state representatives started shouting gobak slogans. Sudeshna Roy, chairperson of the State Commission for Protection of Child Rights, said, “We are not stopping them. They’re saying the wrong thing themselves. Priyank Kanungo said, “They are stopping them from talking. They won’t talk until they go.