বর্ষা শুরুর আগেই বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
বর্ষা শুরুর আগেই সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সেরে নিচ্ছে মালদা জেলা প্রশাসন। সেইমতো মালদা জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। বর্ষা শুরুর আগেই বাঁধ মেরামতি, বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত থাকা, ড্রাই ফুড মজুদ সহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই বৈঠকে।
Before the onset of the monsoon, an administrative meeting was held to deal with the flood situation. The meeting was held in the meeting room of the Malda district administrative building on Wednesday afternoon. Before the onset of the monsoon, the Malda district administration is preparing to deal with the flood situation with the officials of all departments. Similarly, an administrative meeting was held in the Malda district administrative building. District Magistrate Nitin Singhania and other administrative officers were present. Before the onset of the monsoon, the dam repair, disaster preparedness team, stocking of dry food, and all the issues to deal with the flood situation were discussed in this meeting.