যাদের বিবস্ত্র করে মারধর করা হল, সেই দুই মহিলাকেই টানা ছয় দিন জেলে ভরে রাখা হল উত্তর খুঁজতে….


মালদা: যাদের বিবস্ত্র করে মারধর করা হল, সেই দুই মহিলাকেই আবার অন্যায় ভাবে টানা ছয় দিন জেলে ভরে রাখা হল। জেলা পুলিশের কাছে আমরা জানতে চাই কোন মামলায় তাদের ছয় দিন জেলে ভরে রাখা হয়েছিল। পাকুয়াহাট কান্ডে নির্যাতিতা মালদার মানিকচকের দুই মহিলার সাথে দেখা করে সাংবাদিকদের জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। উল্লেখ্য, চলতি মাসের গত ১৮ তারিখ মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছিল। কিন্ত দেখা যায় এই ঘটনার পর পুলিশ নির্যাতিতা এই দুই মহিলাকেই গ্রেফতার করে। ঘটনার প্রতিবাদে গোটা জেলা জুড়ে আন্দোলনের ঝড় উঠেছিল। আজ মালদার মানিকচকের বাসিন্দা ওই দুই নির্যাতিতা মহিলার পরিবারের সাথে দেখা করতে মালদায় আছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয় রেখা শর্মা জানান, যাদের বিবস্ত্র করে মারধর করা হল, সেই দুই মহিলাকেই আবার অন্যায় ভাবে টানা ছয় দিন জেলে ভরে রাখা হল। জেলা পুলিশের কাছে আমরা জানতে চাই কোন মামলায় তাদের ছয় দিন জেলে ভরে রাখা হয়েছিল। এই ঘটনা খুব দুঃখজনক।

Malda: The two women who were stripped naked and beaten were again unjustly kept in jail for six consecutive days. We want to know from the district police in which case they were kept in jail for six days. Rekha Sharma, chairperson of the National Commission for Women, told reporters after meeting the two women of Malda Manikchak, the victims of the Pakuahat incident. It is to be noted that on the 18th of this month, there was a complaint that two women were stripped and beaten on suspicion of thieves in the Pakuahat area of ​​Maldar Bamongola police station. But it can be seen that after this incident the police arrested these two women. In protest of the incident, there was a storm of movement in the entire district. Today, the delegation of the National Commission for Women is in Malda to meet the families of the two victimized women who are residents of Manikchak, Malda. National Commission for Women Chairperson Rekha Sharma was present. Rekha Sharma, who met the two victimized women and confronted the reporters, said that the two women who were stripped and beaten were again unjustly kept in jail for six consecutive days. We want to know from the district police in which case they were kept in jail for six days. This incident is very sad.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights