মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। মোট ৩৬ টি পরিষেবা নিয়ে ১৫ই ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের এই দুয়ারি সরকার শিবির। বুধবার বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতে এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে এলাকার জনসাধারণ জোরে সরকারের সুবিধার জন্য যায়। এদিন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বাউল গানের মাধ্যমে তুলে ধরা হয়। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় বুধবার বেগুয়া হাই স্কুল মাঠে। এবারারের দুয়ারে সরকার শিবিরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যেখানে প্রথম পর্যায়ে বিভিন্ন প্রকল্পর আবেদনপত্র জমা নেওয়া হবে। এবং দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদান করা হবে। ১৫ই ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে এবং ২ জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ও প্রাক্তন প্রধান আব্দুল মাজেদ জানান, দুয়ারে সরকার মানুষের জীবনকে আরও সহজ করেছে। মানুষ বাড়ি বসেই সরকারি সকল পরিষেবা পাচ্ছেন। তিনি আবেদন করেছেন সকল স্থানীয় বাসিন্দা দের, যাদের যা সমস্যা রয়েছে তার সমাধান যেন করে নেন দুয়ারে সরকারের ক্যাম্পে এসে। তিনি আরও বলেন ৯৫ শতাংশ মানুষের কাজ হয়ে গেছে বাকি ৫ শতাংশ মানুষের কোনো অসুবিধা থাকলে তা খতিয়ে দেখা হবে।
Mohammad Zakaria: Karandighi: To bring the benefits of various government social security schemes to the common people, government camps have been started in the eighth phase across the state. This Eighth Phase Duari Government Camp has started from 15th December 2023 with a total of 36 services. A government camp was organized at this door in Bazargaon Panchayat No. 1 on Wednesday where the people of the area went out loud for the benefit of the government. On this day, various projects of the West Bengal government were highlighted through baul songs. A government camp was organized at the gate of Bazargaon No. 1 panchayat of Karandighi block of Uttar Dinajpur district on Wednesday at the Begua High School ground. At the Eberer gate, the government camp was divided into two. The application forms for various projects will be submitted in the first stage. The service will be provided in the second phase. Applications will be accepted from December 15 to December 30 and services will be provided from January 2 to January 31, it said. In this regard, Bazargaon’s number 1 panchayat chief representative and former chief Abdul Majed said that the Duare government has made people’s lives easier. People are getting all government services sitting at home. He appealed to all the residents who had problems to solve their problems by coming to the government camp in Duarte. He also said that the work of 95 percent of the people has been done and if there is any problem of the remaining 5 percent of the people, it will be looked into.