‘বিকশিত ভারত’ বার্তা পাঠানো বন্ধ করতে কেন্দ্রকে নির্দেশ কমিশনের / Commission directs Center to stop sending ‘Developed India’ message


নয়াদিল্লি, ২১ মার্চ: ভোটের মুখে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো ‘বিকশিত ভারতে’র মেসেজ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এবার বিরোধীদের অভিযোগ পর নড়েচড়ে বসল কমিশন। কেন্দ্রের ‘বিকশিত ভারতে’র বার্তা নিয়ে কড়া নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিচ্ছে, এখনই যেন বিকশিত ভারত সম্পর্কিত মেসেজটি হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো বন্ধ করা হয়৷ এই নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে৷ কমিশন সূত্রে খবর, বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে, সরকারি উদ্যোগে সরকারের প্রচারের জন্য এই মেসেজ সাধারণ নির্বাচন ঘোষণার পরেও পাঠানো হচ্ছে৷ নির্বাচনী আচরণ বিধিকে যা লঙ্ঘন করছে ৷ প্রসঙ্গত, ১৬ মার্চ নির্বাচন ঘোষণার পরেও দেশে ও বিদেশে অবস্থিত ভারতীয়রা ‘বিকশিত ভারত সম্পর্ক’-নামে একটি মেসেজে পেয়েছেন ৷ হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে এই মেসেজ পাঠানো হচ্ছে৷ সেখানে একাধিক সরকারি প্রকল্প নিয়ে মোদির নামাঙ্কিত একটি চিঠিতে বিভিন্ন মতামত চাওয়া হয়েছে৷ সেখানে আর্টিকেল ৩৭০, তিন তালাক-সহ একাধিক ইস্যু রয়েছে ৷ অন্যদিকে, কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, “গণতন্ত্রের পক্ষে আমাদের জয় হয়েছে! আমরা বিজেপির নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করা নিয়ে কমিশনে অভিযোগ করেছিলাম। হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীর প্রচার বার্তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণতন্ত্র-১, মোদীজি-০।”

New Delhi, March 21: In the run-up to the polls, the Union Information and Technology Ministry’s message of ‘Developed India’ has sparked controversy. This time, the commission was shaken after the complaints of the opposition. The National Election Commission issued strict instructions regarding the Centre’s message of ‘Development in India’. The Central Election Commission has directed the Union Ministry of Information and Technology to immediately stop sending messages about developing India through WhatsApp, the Commission said on Thursday. A report has also been sought on this According to the commission, complaints have been received from various quarters, this message is being sent even after the announcement of the general election to promote the government. Violation of Electoral Code of Conduct Incidentally, even after the announcement of elections on March 16, Indians located in the country and abroad received a message called ‘Developed Bharat Relation’. This message is being sent from a WhatsApp business account There, a letter addressed to Modi has sought various opinions on several government projects There are multiple issues including Article 370, triple talaq On the other hand, the Trinamool Congress has welcomed the Commission’s move. The party’s official X handle said, “We have won for democracy! We complained to the commission about BJP’s violation of election code of conduct. The Election Commission has ordered immediate stoppage of PM’s campaign messages on WhatsApp. Democracy-1, ModiG-0.”

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights