প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় 


মোহাম্মদ জাকারিয়াঃ বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাটোল গ্রাম পঞ্চায়েতের মালদোখাণ্ড বিএসএফ (BSF) ক্যাম্পে  প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জনের মতো বিএসএফ রক্তদান করেন বলে জানা যায়। রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফ সূত্রে জানা যায় প্রতিবছরই দুই তিনবার করে এরকম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বি এস এফ দের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Mohammad Zakaria: A blood donation camp was organized on the occasion of Republic Day at the Maldokhand BSF camp of Batol gram panchayat of Raiganj block of North Dinajpur district on Wednesday. Around 50 BSF personnel are said to have donated blood at the blood donation camp. In addition to the blood donation camp, cultural programs were organized. According to BSF sources, such blood donation camps are organized two or three times every year. Locals have appreciated the initiative of the BSF.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights