বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল ৩৪ তম মালদা জেলা বইমেলা


মালদা,১৯ জানুয়ারি : বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল ৩৪ তম মালদা জেলা বইমেলা। জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন যুব আবাস ময়দানে। ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। মিছিল ছাড়া শহর পরিক্রমা করে শেষ হয় মেলা প্রাঙ্গণে। মেলায় অংশ নেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক, সাহিত্যিক, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও পুস্তক প্রেমিরা। ৩৪ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা রেঞ্জের ডিআইজি, প্রসুন বন্দ্যোপাধ্যায়, মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও বই প্রেমীরা। জেলা ও ভিন জেলা থেকে বহু প্রকাশনী অংশ নেয় মেলায়। তৈরি হয়েছে প্রায় ২০০ টি স্টল। এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক মঞ্চে। ফিতা কেটে ৩৪ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়।

Malda, Jan 19: The 34th Malda District Book Fair began with a colourful procession. At the initiative of the district administration, the book fair was held at the Yuva Awas Maidan adjacent to the Ramakrishna Mission in Malda city. The book fair will run from January 19 to January 26. The colorful procession started from Malda College Ground on Thursday afternoon. Without the procession, the city circled and ended at the fair premises. Officials of various departments of the district, litterateurs, students of different schools and book lovers participated in the fair. Eminent litterateur Leena Gangopadhyay formally inaugurated the 34th Malda District Book Fair. State Minister for North Bengal Development And Last Department Sabina Yasmin, Malda Range DIG Prasun Bandyopadhyay, Malda District Magistrate Nitin Singhania, Englishbazar Municipality Chairman Krishnendu Narayan Chowdhury and other officials and book lovers were present on the occasion. Many publications from the district and other districts participated in the fair. About 200 stalls have been built. Apart from this, various programs will be held on the cultural stage every evening. Eminent litterateur Leena Gangopadhyay formally inaugurated the 34th Malda District Book Fair by cutting a ribbon.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights