মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ সিভিক একশন প্রোগ্রামে আওতায় ১৫২ বাহিনী বিএসএফ-র তরফে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ শিবির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভারত-বাংলা সীমান্ত গ্রামের ডাঙ্গী পাড়ার সুমিত্রা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে সীমান্তবর্তী গ্রাম ডাঙ্গিপাড়া, শ্রীপুর, তিতুল পাড়া, আম্বাদী ও আদিবাসী পাড়ার সাধারণ মানুষ, বৃদ্ধ শিশু ও মহিলাদের যারা সাধারণ হাসপাতাল বা হাসপাতালে পৌঁছাতে পারছেন না তাদের চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ফিতা কেটে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গ্রামীণ প্রবীণ মহিলা। এই ধরণের কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে। ভবিষ্যৎ.. এই মেডিকেল ক্যাম্পে 410 জন গ্রামবাসী উপকৃত হয়েছে এবং নিশ্চিতভাবে তাদের মনে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সম্মান ও শ্রদ্ধা বেড়েছে বলে জানা যায়।
Mohammad Zakaria: Under the Civic Action Program, 152 Force BSF organized a free medical camp and medicine distribution camp. The camp was held from 10:00am to 3:30pm at Sumitra High School in Dangi para of Indo-Bangla border village under Goalpokhar upazila of North Dinajpur district. In this camp, medical advice and free medicines have been distributed to the common people of the border villages Dangipara, Sreepur, Titul Para, Ambadi and Adivasi para, elderly children and women who are unable to reach the general hospital or hospital. The medical camp was inaugurated by a rural elderly woman by cutting a ribbon. Such welfare programmes will continue to be organised. The future.. 410 villagers have benefited from this medical camp and are surely said to have increased the respect and respect of the border security forces in their minds.