মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ ৭২ নং বিএসএফ ব্যটেলিয়ন এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয় সোমবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর ১ নং ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফুলবাড়ি এলাকায়। ক্যাম্পের ফিতা কেটে শুভ আরম্ভ করেন তৃণমূল ব্লক সভাপতি তথা জেলার পূর্ত কর্মদক্ষ গোলাম রসুল মনি। এই ক্যাম্পে বিএসএফ দের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষদের চিকিশা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় ।এই সাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন গুয়াগাও দুই গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তর আলম সহ বিএসএফ দের উচ্চ পদস্থ আধিকারা। বিএসএফ দের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Mohammad Jakaria: North Dinapur: 72 No. BSF Battalion party to facilitate the execution of Block Party North Dinpur practical Gokhar No. 1 under India-Bangladesh border in Phulbari area. Trinamool block president and District Executive Director Golam Rasul Moni inaugurated the camp by cutting the ribbon. In this camp BSF provided medical treatment and free medicines to the common people of the area. Guagao two village panchayat chief Aktar Alam along with high ranking officials of BSF were present in this health check up camp. Local residents have applauded the initiative of BSF.