মালদা: মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির মুখ্য বাজার চত্বরে সবজি ও কলা সেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। শনিবার সকালে এই সেটের উদ্বোধন করেন কৃষি বিপণন বিভাগের মন্ত্রী বিপ্লব মিত্র। জানা যায় এছাড়াও এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, জেলাশাসক রাজষি মিত্র, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক সমর মুখার্জী, বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এবং ফিতে কেটে সবজি ও কলা সেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা যায় এতদিন কলা এবং সবজি ব্যবসায়ীরা খোলা আকাশের নিচেই ব্যবসা বাণিজ্য করতো। ফলে তাদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হতো। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি এই সেট, ৮৮ জন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হবে।