মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ সবাই যখন রঙের খেলায় ব্যস্ত ঠিক সেই সময় গোয়ালপোখরকে আরও একটি উপহার দিলেন ব্লক সভাপতি তথা জেলার পূর্ত কর্মদক্ষ। বুধবার দুপুরের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের অন্তর্গত মহুয়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বড়বিল্লাতে একটি নতুন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল ব্লক সভাপতি গোলাম রসুল মনি। তিনি বলেন যে বর্তমানে রাস্তাঘাটের উন্নতি হয়েছে এখন আমরা স্বাস্থ্য ও শিক্ষার দিকেও নজর দিয়েছি। কারণ স্বাস্থ্য সুস্থ থাকলে তবেই শিক্ষা গ্রহণ করা যাবে। এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবুল্লা ,স্বাস্থ্য কর্মদক্ষ আহমেদ রেজা, শহীত গ্রাম পঞ্চায়েতের একাধিক তৃণমূল নেতৃত্বরা । নতুন সাব সেন্টার পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষের সাথে BSF রাও।
Mohammad Zakaria: North Dinajpur: At a time when everyone is busy playing color, the block president and the district’s public works officer gave another gift to Goalpokhar. Golam Rasul Moni, public works officer of North Dinajpur district and president of Trinamool block, inaugurated a new sub-health centre at Barabilla on the India-Bangladesh border in Mahua gram panchayat under Goalpokhar-1 block on Wednesday afternoon. He said that now the roads have improved and now we are also focusing on health and education. Because education can be taken only if health is healthy. Mahua gram panchayat chief Habibullah, health worker Ahmed Reza and several grassroots leaders of The Sahit gram panchayat were present at the inauguration ceremony. BSF Rao is very happy to get the new sub-center with the common people.