মোঃ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের করণদিঘী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুয়ারীন গ্রামে সোমবার হস্তশিল্পের শুভ উদ্বোধন করেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। অত্যাধুনিক সেলাই মেশিনের মাধ্যমে জুতের ব্যাগ, পাখা সহ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন করণদিঘী বিধানসভার মা বোনেরা, হস্তশিল্পের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছে এবং সাপ্লাই দিতে পারছে। এতে আমি আনন্দিত, গর্বিত।
North Dinajpur: Karandighi Mla Gautam Pal inaugurated the handicrafts at Duarin village under Karandighi No. 1 gram panchayat of Karandighi block of North Dinajpur district on Monday. Various types of things including shoe bags, fans are being made through state-of-the-art sewing machines. And it is known that there is a good response in the field of business. Mla Goutam Pal said the mothers and sisters of Karandighi assembly are able to earn money and supply through handicrafts. I’m happy, proud of it.