পঞ্চায়েত নির্বাচনে নিবিড় জনসংযোগ গড়ে তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ যা বাড়ি বাড়ি নিয়ে যাবে ‘দিদির দূত’।


মোহাম্মদ জাকারিয়া, উত্তর দিনাজপুরঃ বুধবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাগিলা, পিপলা, চাদগোলা সহ বিভিন্ন এলাকায় ‘দিদির-দূত’ রা খোঁজ নেই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো যে প্রকল্পগুলো চালু হয়েছে তা ঠিক মতো পাচ্ছেন কি না। অর্থাৎ তারা দিদির সুরক্ষা কবচের তলায় আছেন কি না, তার খোঁজ নেবে গ্রামে যাওয়া’দিদির দূত’। না পেলে কোন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন না তা নোট করবেন। পরবর্তীকালে তাঁরা যাতে ওই সুবিধাগুলি পান তারও ব্যবস্থা করবেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সাইদুর রহমান। রানিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম। অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ ঘোষ। সাদ্দাম হোসেন, আসরাফ আলী, ফেকারুল সহ আরো অনেকেই।

Mohammad Zakaria, North Dinajpur: The ‘didi-doots’ in various areas including Bagila, Pipla, Chadgola of Raniganj gram panchayat under Karandighi block of North Dinajpur district on Wednesday are not finding out whether the schemes like Kanyashree and Swasthya Sathi are getting properly after the Trinamool government came to power. That is, whether they are under didi’s protective shield or not, the ‘didi’s ambassador’ going to the village will find out. If not, note which project they are not getting the benefits of. Later, they will also make arrangements so that they get those benefits. Block Trinamool Congress committee member Saidur Rahman was present at the programme. Raniganj area Trinamool Congress president Abdur Rahim. Area Trinamool Youth Congress president Sandeep Ghosh. Saddam Hossain, Ashraf Ali, Fekarul and many others.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights