মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হলো


মালদা, ১৬ মার্চ। করোনা কাল থেকেই বন্ধ ছিল মালদার মহদিপুর এলাকার ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে যাতায়াতের ব্যবস্থা। ইমিগ্রেশন চেক পোস্ট নতুন করে চালু করা নিয়েও তৈরি হয়েছিল নানান জটিলতা । যারফলে পাসপোর্ট এবং ভিসা থাকলেও মহদিপুর সীমান্ত পেরিয়ে দুই পারের মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারছিলেন না। ব্যবসায়িক ক্ষেত্রে পণ্যবাহী লরি যাতায়াত করলেও, পাসপোর্ট ও ভিসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের মালদার এই ইন্দো-বাংলাদেশ বর্ডার দিয়ে যাতায়াতের ব্যবস্থা বন্ধ ছিল। অবশেষে দীর্ঘ জটিলতা কাটিয়ে ভারত সরকারের নির্দেশে মালদার মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরে ঘটা করে এই ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়ার পর দুই বাংলার মানুষ এদেশ থেকে আরেক দেশে যাতায়াত শুরু করেন। এই ইমিগ্রেশন চেকপোস্ট নতুন করে খুলে দেওয়ার কর্মসূচিতে এদিন উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি হাইকমিশনার মনোজ কুমার, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মহদিপুর এক্সপোটাস্ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্টজনেরা। যদিও দীর্ঘদিন পর যাতায়াতের সুবিধা চালু হাওয়ায় দুই বাংলার মানুষ একে অপরকে এদিনের এই কর্মসূচির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

Malda, March 16. Since the corona period, the transportation system at the Indo-Bangladesh international trade border in Malda’s Mahdipur area was closed. Many complications were also created by the reopening of the immigration check post. As a result, despite having passports and visas, people on both sides of the Mahdipur border could not travel from one country to another. Although goods-laden lorries traveled in the business sector, the movement of common people through the Indo-Bangladesh border in Malda through passport and visa system was closed. Finally, after overcoming a long complication, the immigration check post on the International Indo-Bangladesh border at Mahdipur in Malda has been opened on the instructions of the Government of India. After opening this immigration check post on Thursday afternoon, the people of the two Bengals started traveling from this country to another country. India’s Deputy High Commissioner to Bangladesh Manoj Kumar, Additional District Magistrate Vaibhav Chowdhury, Mahdipur Exporters Association Secretary Prasenjit Ghosh and others were present on the occasion. However, after a long time, the people of the two Bengals greeted each other through this program.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights