ইন্দ্রজিৎ আইচঃ আগামী ৫ বছরের মধ্যে জুটের মার্কেট আরো উন্নত হবে, প্লাস্টিক বর্জন করুন, বাজারে গেলে জুটের ব্যাগ ব্যাবহার করুন, জুট টেকসই এবং পলিউশান ফ্রি। সম্প্রতি প্রেস ক্লাবে ” দা জুট করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ” এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন সি এম ডি অজয় কুমার জলি। তিনি আরো জানান রাজারহাট নিউ টাউনে আমাদের জুটের নতুন কর্পোরেট অফিস চালু হবে খুব সম্প্রতি। আমাদের জুট করপোরেশনের পথ চলা শুরু হয়ে ছিলো ২ ই এপ্রিল ১৯৭১ সালে। আর ২০২৩ এ ৫২ বছরে পদার্পণ করলো।
আমরা অনেক নতুন উদ্যোগ গ্রহণ করেছি জুট শিল্পের উন্নতির জন্যে।
প্রথমত , বিভিন্ন কৃষক ভাই বোনদের জুট চাষের জন্যে আধুনিক ট্রেনিং দিচ্ছি। কোন সময় কি ভাবে পাট চাষ করা যায়, পোকা মাকড়ের হাত থেকে কি ভাবে বাঁচানো যায় , কোন সার প্রযোগ করলে পাটের ভালো ফলন হয় সেই কথাও ট্রেনিং এ বলা হচ্ছে।
দ্বিতীয়ত , কৃষকরা যাতে সঠিক দাম বা মূল্য পায় তার জন্যে অন লাইন সিস্টেম চালু হয়েছে।
তৃতীয়ত, জুট একাডেমী তৈরি হচ্ছে, যার ফলে চাষীরা আরো ভালো ভাবে পাট চাষ করতে পারবে।
চতুর্থ হলো পাট চাষের জন্যে প্রচুর জল লাগে। বর্ষায় সেই জল ধরে রাখার জন্যে সুবন্দোবস্ত করা হচ্ছে। জুট করপোরেশনের জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদার জানালেন আগে পশ্চিমবঙ্গে ৮ থেকে ১০ লাখ হেক্টর পাট চাষ হতো। কিন্তু জমি উন্নয়নের কাজে, শিল্পী নগরী হয়ে যেতে এবং পাট চাষীরা সঠিক দাম না পাওয়ায় কেউ জমি বেচেঁ দিয়েছে, কেউ অন্য কিছু চাষ করছে, কেউ এই কাজ পুরোপুরি ছেড়ে দিয়েছে। আমরা আবার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন ৫ থেকে ৬ লাখ হেক্টর চাষ হয়। এই বাংলায় ৬৯ টি জায়গায় পাট কেনা বেচা হয়। সারা ভারতে তার সংখ্যা ১১০ টি। সবথেকে পাট চাষ বেশি হয় নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। এখন ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, উরিশা,মনিপুর সব জায়গায় পাট চাষ হচ্ছে। আমরা চাই পাটের উৎপাদন বাড়াতে। সারা পশ্চিমবঙ্গে ৬২ টি এবং সারা ভারতে ৯২ টি জুট কারখানা আছে। বর্তমানে অনেক সুন্দর ডিজাইনের জুট ব্যাগ আমরা বানিয়েছি। বাজারে তার চাহিদা বাড়ছে। আমরা জনগণকে বলবো একটাই কথা পলিউশান এর হাত থেকে প্রকৃতি, সমাজ ও নিজেদের জীবনকে বাঁচান, প্লাস্টিক ক্যারিবাগ বর্জন করুন এবং জুটের ব্যাগ ব্যাবহার করুন।
এইদিন সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ বানসালি, শান্তনু চক্রবর্তী, অনিন্দ্য মজুমদার, ঈমান আলী মন্ডল, অমিতাভ সিনহা প্রমুখ দা জুট করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর ব্যাক্তিবর্গ।
Indrajit Aich: In the next 5 years, the jute market will improve, avoid plastic, use jute bags when going to the market, jute is durable and pollution free. CMD Ajay Kumar Jolly said this in a press conference at the Press Club “The Jute Corporation of India Limited” recently. He also said that our Jute’s new corporate office will be opened in Rajarhat New Town very soon. Our jute corporation started on 2nd April 1971. And entered 52 years in 2023. We have taken many new initiatives for the development of jute industry.
Firstly, I am giving modern training to various farmer brothers and sisters for jute cultivation. How to cultivate jute at any time, how to save insects from spiders, what fertilizer is used for good yield of jute is also being told in the training.
Secondly, on-line system has been introduced so that the farmers get the correct price or price.
Thirdly, jute academies are being set up, which will enable farmers to cultivate jute better.
Fourth is that jute cultivation requires a lot of water. Arrangements are being made to retain that water during monsoons. General Manager of Jute Corporation, Kalyan Majumdar, said that earlier, 8 to 1 million hectares of jute were cultivated in West Bengal. But in the land development work, Shilpi has become a city and jute growers are not getting the right price, some have sold the land, some are cultivating something else, some have given up this work altogether. We are trying to bring them back again. Now 5 to 6 lakh hectares are cultivated. Jute is bought and sold in 69 places in this Bengal. Its number is 110 all over India. The most jute cultivation is in Nadia and Murshidabad districts. Now Jharkhand, Nagaland, Meghalaya, Tripura, Orissa, Manipur are growing jute everywhere. We want to increase jute production. There are 62 jute factories in West Bengal and 92 in India. Currently we have made many beautiful design jute bags. Its demand in the market is increasing. We will tell people only one thing, save nature, society and our lives from pollution, avoid plastic carry bags and use jute bags. On this day, the press conference was attended by Biswanath Bhansali, Shantanu Chakraborty, Anindya Majumder, Iman Ali Mandal, Amitabh Sinha and others from Jute Corporation of India Limited.