মালদা:- বেআইনিভাবে জলাশয় ভরাট এবং একজনের জমি আরেকজনের নামে হওয়া এই সমস্ত বিষয় নিয়ে এবার করা ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সেই লক্ষ্যে এদিন জেলা প্রশাসন ভবনে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রত্যেক ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বা দিনে দুপুরে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছে। এছাড়া দালালদের দ্বারা একের জমি অন্যজনকে বিক্রি করে দেওয়া, জমির রেকর্ড অন্যজনের নামে হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ ভীষণ সমস্যায় পড়ছে এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তাই এই ধরনের সমস্যা যেন সাধারণ মানুষ না পড়ে এবং বেআইনিভাবে জলাশয় ভরাট যারা করছে তাদের বিরুদ্ধে কড়াভাবে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই বৈঠক। এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে করা শাস্তির ব্যবস্থা নিতে চলেছে জেলা প্রশাসন।
Malda:- The administration is going to take action on the issue of illegal filling up of water bodies and one’s land being in the name of another. For this purpose, a meeting was held in the district administration building today. The meeting was attended by state minister Sabina Yasmin, district magistrate Nitin Singhania, additional district magistrate Shampa Hazra, superintendent of police Pradeep Kumar Yadav and land department officials of each block. Minister Sabina Yasmin said that for a long time, there have been complaints of illegal filling of water bodies in the dark of night or at noon during the day. Apart from this, the sale of one’s land by the brokers to another, the land records being made in the name of the other, the common people are having a lot of problems with these things, such complaints have been made for a long time. Therefore, today’s meeting is aimed at not reading such problems to the common people and to take strict action against those who are filling the water bodies illegally. The district administration is going to take action against those involved in such incidents.