মালদা: আপাতত কাপড়ের ওপরে জিএসটি বৃদ্ধি কার্যকর হচ্ছে না। জিএসটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তে অগ্রণী ভূমিকা পালনের জন্য সাধুবাদ জানালেন
বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা আন্তর্জাতিক রপ্তানিকারক উজ্জল সাহা। প্রসঙ্গত ১ জানুয়ারি, ২০২২ থেকে কাপড়ের ওপরে জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ হওয়ার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্তে তীব্র বিরোধীতা জানিয়েছিল রাজ্য সরকার। তার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলি। অবশেষে কেন্দ্রীয় সরকারের কাউন্সিলের বৈঠকে জিএসটি হার আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় পশ্চিমবঙ্গের পক্ষে ডক্টর অমিত মিত্র এবং বেশ কয়েকটি রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্পমহলের আপত্তিতে জিএসটি কাউন্সিল পূর্বঘোষিত পয়লা জানুয়ারি থেকে কাপড়ের ওপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। এই সিদ্ধান্তে রাজ্য সরকারের বিশেষ ভূমিকা পালন করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোগী উজ্জল সাহা। তিনি জানান এই সিদ্ধান্তের ফলে করোনা আবহে বস্ত্র শিল্প গুলির ক্ষতি থেকে রক্ষা পাবে অন্যদিকে বহু গরিব মানুষ শীত বস্ত্র পরিধান করতে পারবেন।