বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হৃদয়সেবা প্রথম – মণিপাল হাসপাতাল, সল্টলেক আনে সাশ্রয়ী মূল্যের অ্যাঞ্জিওগ্রাফি প্যাকেজ ও সাংবাদিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির / This World Health Day, Manipal Hospital, Salt Lake, Puts Heart Health First with an Affordable Angiography Package & Free Health Check-up for Journalists


কলকাতা, ৭ই মে ২০২৫: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় তাদের অঙ্গীকার আরও জোরদার করল মণিপাল হাসপাতাল, সল্টলেক। এই বিশেষ দিনে, হাসপাতালটি চালু করেছে একটি বিশেষ অ্যাঞ্জিওগ্রাফি প্যাকেজ এবং আয়োজন করেছে সাংবাদিকদের জন্য এক বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির। বর্তমানে হৃদরোগজনিত সমস্যার হার বেড়ে চলেছে, এবং সময়মতো শনাক্তকরণই হতে পারে জীবনরক্ষাকারী। এই বিষয়টি মাথায় রেখে, মণিপাল হাসপাতাল শুরু করেছে একটি অ্যাঞ্জিওগ্রাফি প্যাকেজ যার মূল্য মাত্র ₹৯,৯৫০। এই প্যাকেজটি আগামী ৮ই মে ২০২৫ পর্যন্ত একমাসের জন্য উপলব্ধ থাকবে। ডে-কেয়ার প্রক্রিয়া হিসেবে, এটি রোগীর দৈনন্দিন জীবনে খুব কমই ব্যাঘাত ঘটায় এবং বিনামূল্যে প্রাক-পদ্ধতি পরামর্শের সুবিধাও রয়েছে। তবে প্যাকেজটি গ্রহণের জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন এবং পূর্ব-নিয়োগ বাধ্যতামূলক।

এই অ্যাঞ্জিওপ্লাস্টি প্যাকেজ উদ্বোধন করেন হাসপাতালের সিনিয়র নেতৃত্ব এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা, যেমন –শ্রী দেবজ্যোতি ঘোষ – হাসপাতাল ডিরেক্টর, মণিপাল হাসপাতাল সল্টলেক; ডাঃ প্রসেনজিৎ ভৌমিক – চিফ অব মেডিকেল সার্ভিসেস;ডাঃ রঞ্জন কুমার শর্মা – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি; ডাঃ রাজা নাগ, ডাঃ রানা সেরবজিৎ সিংহ – কনসালটেন্ট, কার্ডিওলজি; ডাঃ সুজিত সাহা, ডাঃ দীপঙ্কর সরকার – সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন ও ক্রিটিকাল কেয়ার; ডাঃ পারমিতা কঞ্জিলাল চক্রবর্তী – কনসালটেন্ট, ফ্যামিলি মেডিসিন।

ডাঃ রঞ্জন কুমার শর্মা বলেন, আজকের ব্যস্ত জীবনে অনেকেই খরচ, সময় বা ভয়ের কারণে প্রাথমিক হার্টের উপসর্গগুলি উপেক্ষা করেন। আমরা চাই মানুষ সময়মতো চিকিৎসা নিনতাই এই উদ্যোগ হৃদয়স্বাস্থ্যকে আরও সুলভ সহজলভ্য করে তুলবে। সঠিক প্রেসক্রিপশন থাকলে যে কেউ ফ্রি প্রিকনসালটেশন বুক করতে পারেন এবং অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য আসতে পারেন।

সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও নিরলস পরিশ্রমকে সম্মান জানিয়ে, মণিপাল হাসপাতাল এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করে শুধুমাত্র মিডিয়া কর্মীদের জন্য। মিডিয়া পেশাজীবীরা প্রায়শই চব্বিশ ঘণ্টা কাজ করেন এবং নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় পান না। সেই বিষয়টি মাথায় রেখে, এই স্বাস্থ্য পরীক্ষা ছিল এক কৃতজ্ঞতা স্বরূপ পদক্ষেপ। শিবিরে ছিল উচ্চতা ও ওজন নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ (CBG), ইসিজি, ডায়েটারি গাইডেন্স এবং চিকিৎসকের পরামর্শ।

মণিপাল হাসপাতাল, সল্টলেক প্রতিশ্রুতিবদ্ধ – মানসম্মত স্বাস্থ্যসেবা যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়!

About Manipal Hospitals: As a pioneer in healthcare, Manipal Hospitals is among the top healthcare providers in India, serving over 7 million patients annually. Its focus is to develop an affordable, high-quality healthcare framework through its multispecialty and tertiary care delivery spectrum and further extend it to out-of-hospital care. With the completion of the acquisition of Medica Synergie hospitals and AMRI Hospitals Limited (acquired in Sept 2023), the integrated network today has a pan-India footprint of 37 hospitals across 19 cities with 10,500+ beds and a talented pool of 5,600+ doctors and an employee strength of over 18,600. Manipal Hospitals provides comprehensive curative and preventive care for a multitude of patients from around the globe. Manipal Hospitals is NABH and AAHRPP-accredited, and most of the hospitals in its network are NABL, ER, and Blood Bank-accredited and recognized for Nursing Excellence. Manipal Hospitals has also been recognized as the most respected and patient-recommended hospital in India through various consumer surveys.

Kolkata, May 7, 2025: To commemorate World Health Day this year, Manipal Hospitals, Salt Lake, took a step forward in reinforcing its commitment to preventive healthcare by launching a special Angiography Package and organizing a free health check-up camp for journalists. With cardiac conditions on the rise, early detection remains one of the most effective ways to prevent life-threatening complications. To encourage timely diagnosis, Manipal Hospital introduced an angiography package priced at just Rs. 9,950, available for one month, till 8th May 2025. Designed as a day-care procedure, the package ensures minimal disruption to the patient’s routine and comes with free pre-procedure consultation. A doctor’s prescription and prior appointment are required to avail the package.

The Angioplasty package launch was graced by senior members of the hospital’s leadership and expert clinicians like Mr. Debjyoti Ghosh – Hospital Director- Manipal Hospital, Salt Lake; Dr. Prasenjit Bhaumik- Chief of Medical Services – Manipal Hospital, Salt Lake; Dr. Ranjan Kumar Sharma- Senior Consultant, Cardiologist; Dr. Raja Nag- Consultant, Cardiologist; Dr. Sujit Saha-Senior Consultant- Internal Medicine; Dr. Rana Serbjeet Singh- Consultant, Cardiologist; Dr. Paromita Kanjilal Chakraborty, Consultant, Family Medicine; Dr. Dipankar Sarkar, Senior Consultant, Internal Medicine and Critical Care.

Dr. Ranjan Kumar Sharma, Senior Consultant, Cardiology, stated, “In today’s fast-paced world, many people ignore early signs of cardiac issues due to cost, time, or fear. This initiative is our way of making heart health more accessible and helping individuals take that crucial first step toward timely care. Anyone with a proper prescription can book a pre-consultation for free and come for the angioplasty.”

Understanding the tireless role that journalists play as the fourth pillar of society, Manipal Hospital, Salt Lake, also hosted a free health check-up camp exclusively for members of the media fraternity. Often working around the clock under immense pressure, journalists rarely get the time to prioritize their health. It was a small gesture of gratitude to those who consistently stand at the frontlines, capturing stories that matter. The health camp included Height & Weight analysis, Blood Pressure checks, Capillary Blood Glucose (CBG), ECG, dietary guidance, and doctor consultations.

Manipal Hospital Salt Lake remains dedicated to bridging the gap between quality healthcare and the community it serves.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights