ইন্দ্রজিৎ আইচঃ প্রয়াত নাট্য অভিনেতা রাজার অকাল মৃত্যুতে তার স্বরনে “হাতিবাগান স্পর্শ” উত্তর কলকাতার গিরিশ মঞ্চে আয়োজন করেছিলো দুদিনের নাট্য সন্ধ্যা ২০২৩। প্রথমদিন এই উৎসবে মঞ্চস্থ হয় বর্ণমালা প্রযোজিত সুকুমার রায়ের কবিতার কোলাজ। এরপর পরিবেশিত হয় কত্থক পারফর্মিং রেপাটারির নাটক বাল্মীকি প্রতিভা। পরিচালনা কৃতি মজুমদার। এইদিন শেষ প্রযোজনাটি ছিলো নহলির নাটক ” গোপন সত্য “। নির্দেশনা শৈবাল দাস। দ্বিতীয়দিন প্রয়াত নাট্য অভিনেতা রাজার স্বরণে দেখানো হয় ১০ মিনিটের একটি একটি তথ্যচিত্র। এইদিন মঞ্চে বক্তব্য রাখেন সি এ বি-র প্রসেনজিৎ ব্যানার্জী, শ্রীমন্ত মল্লিক, নাট্য নির্দেশক ও অভিনেতা জীবন অধিকারী, পঙ্কজ মুন্সী, প্রদীপ ভট্টাচার্য্য। শেষদিন মঞ্চস্থ হয় বহরমপুর রেপাটারি থিয়েটারের অমৃত কথা, ভাবনা ও নির্মাণ প্রদীপ ভট্টাচার্য্য। হাতিবাগান স্পর্শ প্রযোজিত “সুকুমার আমার তোমার”। পরিচালনা দেবাশিস রায়। এরপর মঞ্চস্থ হয় ছোটদের নাটক তিনুর কিসশা। পরিবেশনা নাবিক নাট্যম। নির্দেশনা জীবন অধিকারী। এরপর পরিবেশিত হয় হাতিবাগান স্পর্শর “নানা রূপে বসন্ত”। এই গীতি আলেখ্যটি সকলের নজর কাড়ে। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অপর্ণা ব্যানার্জী। সবমিলিয়ে জমে উঠেছিল হাতিবাগান স্পর্শ রাজার স্বরণে বাগবাজার গিরিশ মঞ্চে দুদিনের নাট্য সন্ধ্যা।
Indrajit Aich: On the untimely demise of the late theater actor Raja, “Hatibagan Sparsh” in his voice was organized by Girish Manch, North Kolkata for a two-day theater evening 2023. Sukumar Roy’s poetry collage produced by Varnamala was staged on the first day of the festival. Then the play Valmiki Pratibha by Kathak Performing Repertory was performed. Directed by Kriti Mazumdar. The last production of the day was Nahli’s drama “Gop Satya”. Directed by Shaibal Das. On the second day, a 10-minute documentary was shown in the voice of the late theater actor Raja. Prasenjit Banerjee of CAB, Shrimant Mallick, theater director and actor Jiban Adhikari, Pankaj Munshi, Pradeep Bhattacharya spoke on the stage on this day. Amrita Katha, Bhavana and Nirman Pradeep Bhattacharya of Baharampur Repertory Theater was staged on the last day. “Sukumar Amar Tomar” produced by Hatibagan Sparsh. Directed by Debashis Roy. Then the children’s drama Tinur Kisha was staged. Performance sailor dance. Directed by Jeevan Adhikari. Then Hatibagan Sparsh’s “Nana Rupa Vasant” was performed. This song grabs everyone’s attention. Aparna Banerjee performed Rabindra Sangeet on the occasion. All in all, the two-day theater evening at the Bagbazar Girish Manch in the voice of Hatibagan Sparsha Raja.