HELLO KOLKATA এবং LIONS MAGNATES দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা


ইন্দ্রজিৎ আইচঃ হ্যালো কলকাতা নিউজ-মিডিয়া এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস 29 অক্টোবর শনিবার সন্ধ্যায় মধ্য কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল  হলে দীপাবলি সম্মিলনীর আয়োজন করে। মৌমিতা হালদার, রিনা ভৌমিক, তারক দেবনাথ, দেবাশীষ ঘোষ, অহেরী দাস, আব্দুল করিম, সৌমি দে, কে. সান্তান, মিলন ভৌমিক, শিখা রায়, সিঞ্জিনী বোস এবং দেবাশীষ ব্যানার্জি -র মতো প্রতিভাবান অভিনয়শিল্পীদের গান ও আবৃত্তির এক সংমিশ্রণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। সন্ধ্যায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও উর্দু লেখক আফরিন হক, কবি ও রিপোর্টার ইন্দ্রজিৎ আইচ এবং সালেহা তারান্নুম (আইজা স্কুটি ট্রেনিং সেন্টারের মালিক)।  বিশেষ আকর্ষণ ছিল প্রতিভাবান তুলিকা মজুমদারের লেখা এবং আশিস বসাক পরিচালিত একটি অনন্য ছোট গল্প “প্রিজন অফ মেমোরিস” (বন্দি স্মৃতি) অবলম্বনে হ্যালো কলকাতার আসন্ন শর্ট ফিল্মটির পোস্টার উন্মোচন।
Hello Kolkata News-Media and Lions Club of Kolkata Magnets organized the Deepavali Sammelan at Krishnapada Memorial Hall in central Kolkata on Saturday evening, October 29. Moumita Halder, Reena Bhowmik, Tarak Debnath, Debashish Ghosh, Aheri Das, Abdul Karim, Soumi Dey, K. A combination of songs and recitals by talented actors like Santan, Milan Bhowmik, Shikha Roy, Singini Bose and Debashish Banerjee was also enjoyed by the audience. Senior journalist and Urdu writer Afrin Haque, poet and reporter Indrajit Aich and Saleha Tarannum (owner of Aiza Scooty Training Centre) were present as special guests in the evening.  The highlight was the unveiling of the poster of the upcoming short film ‘Hello Kolkata’, based on a unique short story “Prison of Memories” (Bandi Smriti), written by the talented Tulika Majumdar and directed by Ashish Basak.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights