এইচপি ঘোষ হাসপাতালের উদ্যোগে এন্ডোস্পাইনোকন ২০২৪ ভারতে মিনিামালি ইনভেসিভ স্পাইন সার্জারির নতুন দিগন্ত উন্মোচন / HP Ghosh Hospital Hosts Grand Announcement of Endospinocon 2024 A Landmark in Advancing Minimally Invasive Spine Surgery in India


কলকাতা, ২৬শে নভেম্বর ২০২৪ – এইচপি ঘোষ হাসপাতাল এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এন্ডোস্পাইনোকন ২০২৪-এর ঘোষণা: সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ১ম মাস্টারক্লাস সিম্পোজিয়াম। এই অনন্য ঘোষণা অনুষ্ঠানটি এইচপি ঘোষ হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে মূল সিম্পোজিয়ামটি আগামী ৩০শে নভেম্বর ২০২৪-এ কলকাতার দ্য সনেট হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে। এন্ডোস্পাইনোকন ২০২৪ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। এই প্ল্যাটফর্মে বিশ্বখ্যাত স্পাইন সার্জারি বিশেষজ্ঞরা জড়ো হবেন, জ্ঞান আদান-প্রদান করবেন এবং সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির নতুন উদ্ভাবন ও উন্নয়ন তুলে ধরবেন। এই অত্যাধুনিক পদ্ধতি স্পাইনাল সমস্যার চিকিৎসায় অসাধারণ নির্ভুলতা প্রদান করে, যা দ্রুত আরোগ্য, কম ব্যথা, এবং উন্নত রোগীর ফলাফলের প্রতিশ্রুতি দেয়।

ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, স্পাইন সার্জারির অন্যতম পথিকৃৎ ডাঃ অমিতাভ বিশ্বাস বলেন, “সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কেবল একটি পদ্ধতিই নয়, এটি সেই সমস্ত রোগীদের জন্য আশা নিয়ে আসে যারা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছেন। পোস্ট-অপারেটিভ অস্বস্তি প্রায় নেই বললেই চলে, এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এটি স্পাইনাল কেয়ারের সংজ্ঞা বদলে দিচ্ছে।” অন্যদিকে, এই ক্ষেত্রের আরেকজন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌম্যজিৎ বসু, এই অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন, “এন্ডোস্পাইনোকন ২০২৪ একটি ঐতিহাসিক পদক্ষেপ, যেখানে মেরুদণ্ড চিকিৎসার সেরা মস্তিষ্ক একত্রিত হয়ে মিনিামালি ইনভেসিভ কেয়ারের ক্ষেত্রে নতুন মাপকাঠি স্থাপন করবে। এই উন্নত পদ্ধতি পূর্ব ভারতের রোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য, যিনি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় উদ্ভাবনী ভূমিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “এইচপি ঘোষ হাসপাতাল আমাদের সম্প্রদায়কে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এন্ডোস্পাইনোকন ২০২৪-এর জন্য স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে আমাদের সহযোগিতা উন্নত চিকিৎসা প্রযুক্তি প্রচলনের প্রতি আমাদের দায়বদ্ধতার নিদর্শন।”

৩০শে নভেম্বর ২০২৪-এ দ্য সনেট হোটেল, কলকাতা-তে অনুষ্ঠিতব্য এন্ডোস্পাইনোকন ২০২৪-এ লাইভ ডেমোনস্ট্রেশন, প্রাসঙ্গিক বক্তৃতা, এবং ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন থাকবে, যা চিকিৎসকদের সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির আধুনিক পদ্ধতি ও সরঞ্জামের সঙ্গে পরিচিত করতে সাহায্য করবে। এই সিম্পোজিয়াম মেরুদণ্ড চিকিৎসার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এইচপি ঘোষ হাসপাতালের উদ্ভাবনী নেতৃত্ব এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের শিক্ষা ও গবেষণার প্রতি প্রতিশ্রুতির প্রতীক।

Kolkata, 26th November 2024 – HP Ghosh Hospital, in association with the Spine Research Foundation, proudly hosted the grand announcement of Endospinocon 2024: The 1st Masterclass Symposium on Full Endoscopic Spine Surgery. This landmark event, held at HP Ghosh Hospital, heralds a new era in spinal care, with the main symposium scheduled to take place at The Sonnet Hotel, Kolkata, on 30th November 2024. Endospinocon 2024 is poised to be a transformative platform, bringing together renowned spine surgery experts to exchange knowledge, share innovations, and showcase advancements in Full Endoscopic Spine Surgery. This cutting-edge technique offers unmatched precision in treating spinal conditions through minimally invasive procedures, ensuring faster recovery, minimal pain, and improved patient outcomes.

Speaking at the announcement, Dr. Amitava Biswas, a pioneer in spine surgery, highlighted the revolutionary impact of this procedure, “Full Endoscopic Spine Surgery is not just a procedure; it’s a promise of hope for patients suffering from debilitating spinal conditions. With minimal postoperative discomfort and recovery times as short as 24 hours, this technique is redefining spinal care.” Dr. Saumyajit Basu, another stalwart in the field, emphasized the event’s significance, “Endospinocon 2024 is a historic step forward, uniting the brightest minds in spine surgery to set new benchmarks in minimally invasive spinal care. Together, we aspire to bring these advanced techniques closer to patients in Eastern India and beyond.”*

The announcement event was graced by Mr. Somnath Bhattacharya, CEO of HP Ghosh Hospital, who reaffirmed the institution’s vision of fostering innovation in healthcare, “HP Ghosh Hospital remains dedicated to delivering world-class medical care to our community. Our collaboration with the Spine Research Foundation for Endospinocon 2024 exemplifies our commitment to advancing patient outcomes through pioneering techniques.” Scheduled for 30th November 2024 at The Sonnet Hotel, Kolkata, Endospinocon 2024 will feature live demonstrations, insightful lectures, and interactive sessions aimed at equipping medical professionals with the latest tools and techniques in Full Endoscopic Spine Surgery. This symposium marks a pivotal step in shaping the future of spinal care, underscoring HP Ghosh Hospital’s role as a leader in medical innovation and the Spine Research Foundation’s dedication to fostering education and research.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights