উচ্চ মাধ্যমিকে অঙ্কে ১০০ এ ১০০ পূর্ব বর্ধমানের রূপম


নিজস্ব প্রতিবেদনঃ এ বছর উচ্চ মাধ্যমিকে গ্রাম বাংলা বেশ সাফল্য এনে দিয়েছে। পূর্ব বর্ধমানের পূর্ব শ্রীরামপুর পঞ্চায়েতের বাসিন্দা মিন্টু দেবনাথের ছেলে রূপক দেবনাথ এ বছর অঙ্কে ১০০ এ ১০০ পেয়েছে। তার ইচ্ছা যদি সম্ভব হয় পড়াশুনা চালিয়ে যাওয়া তবে সে অঙ্ক নিয়ে পড়বে, না হলে সে ৪৭৫ নম্বর নিয়ে এখন থেকেই চাকরীর পরীক্ষা দেবে। অর্থাৎ চাকরির ঘোড় দৌড়ে সামিল হতে চায়। বাবা মিন্টু দেবনাথ বাড়ি বাড়ি রেডিমেড জামা কাপড় ফেরি করে। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপমকে আশ্বাস দিয়েছে তার পড়াশুনার খরচে সাহায্যের হাত বাড়াবে তাঁর পক্ষে যতটা সম্ভব। এখন দেখার ভবিষ্যত তার জন্য কী লিখে রেখেছে !

West Bengal Council of Higher Secondary Education Results – 2022

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights