করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ গতকাল জেলার অন্তর্গত হুগোলবাড়িয়া থানাতে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। প্রায় 50 জন রক্ত দাতা এখানে স্বেচ্ছায় রক্ত দান করেন। হুগোলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক সাউ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বিগত দু’ বছরে তিনবার রক্তদান অনুষ্ঠান হলো তাদের থানাতে। এছাড়া তাঁর থাকাকালীন 7 থেকে আটবার রক্তদান অনুষ্ঠান হয়েছে। এদিন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক বাবু সহ থানার অন্যান্য অফিসারগণ ও সিভিক ভলেন্টিয়ার গণ। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতি দেখা গেছে।