ইন্দ্রজিৎ আইচঃ এই ডিসেম্বর এর ২৩ তারিখ মুক্তি পাবে হামি ২। উইন্ডো প্রোডাকশনের ব্যানারে এই ছবির পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্প্রতি শেক্সপিয়ার সরণি র কেক্স বিপনোনি তে উদ্বোধন হলো হামি ২-এর বিশেষ কেক ও পেস্ট্রি। হামি ২-এর বিশেষ কেক কাটলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, ও হামি-র তিন শিশু অভিনেতা অভিনেত্রী রিতদিপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও আরিত্রিকা চৌধুরী। সকলেই সেদিন কেক খেলো ও সকলেই জানালেন আগামী বড়দিনে যেহেতু এই হামি ২ মুক্তি পাচ্ছে তাই কেক এবং পেস্ট্রি সব কেকের দোকানে
পাওয়া যাবে হামি ২ স্পেশাল কেক এবং পেস্ট্রি। এই দিন শিশু শিল্পীরা পরিবেশন করে তবলা ও ভায়োলিন। সব মিলিয়ে আমরা হামি ২ মুক্তির অপেক্ষায় রইলাম আগামী ২৩ এ ডিসেম্বর ২০২২ শুক্রবার।
Indrajit Aich: Hami 2 will be released on December 23. The film is directed by Nandita Roy and Shiboprosad Mukherjee under the banner of Window Productions. Hami 2’s special cake and pastry was recently inaugurated at Shakespeare Sarani’s Cakes Bipanoni. Nandita Roy, Shiboprosad Mukherjee, Gargi Roy Chowdhury, and the three child actors of Hami , Ritdip Sengupta, Shreyan Saha and Aritrika Chowdhury, cut the special cake of ‘Hami 2’. Everyone played cake that day and everyone said that since this Hami 2 is being released on the next Christmas, cakes and pastries are all in the cake shops. Hami 2 special cakes and pastries can be found. On this day, child artists perform tabla and violin. All in all, we are looking forward to the release of Hami 2 on Friday, December 23, 2022.