c77aeffb-4b9e-44bc-b814-949b0d685df5

কলকাতা, ১৪ জানুয়ারি ২০২৬: ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসআই), বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত ভারতীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) কর্মসূচির অধীনে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য একটি দুই সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বায়িত ও দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। “একটি উন্নত ভবিষ্যতের জন্য কর্পোরেট গভর্নেন্স, পরিপালন, ঝুঁকি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে নেতাদের ক্ষমতায়ন” শীর্ষক এই কর্মসূচিটি আইসিএসআই সিসিজিআরটি, কলকাতায় ১৪ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে বতসোয়ানা, কোত দিভোয়ার, ফিজি, ঘানা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, লাওস, মালাউই, মরিশাস, মরক্কো, মিয়ানমার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তানজানিয়া, ভিয়েতনাম ও জাম্বিয়া সহ একাধিক দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। একটি প্রতিষ্ঠিত ও স্বীকৃত বৈশ্বিক শাসন সংস্থা হিসেবে, আইসিএসআই কর্পোরেট গভর্নেন্স, পরিপালন এবং স্থিতিশীলতার ক্ষেত্রে তার বিস্তৃত দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি অনন্য অবস্থানে রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে জ্ঞান বিনিময়, সংলাপ এবং বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে নৈতিক, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের অনুশীলনকে উৎসাহিত করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কর্মসূচিতে ভারতের বিকশিত শাসন কাঠামোর একটি সামগ্রিক ধারণা উপস্থাপন করা হবে। এতে কর্পোরেট বিষয়ক মন্ত্রক (এমসিএ), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর মতো প্রধান নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, ভারতীয় আইনি ব্যবস্থা এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ব্যবসা করার সহজতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প তুলে ধরা হবে। পাঠ্যক্রমে বোর্ড ও সাধারণ সভার জন্য আইসিএসআই সচিবালয় মান, নৈতিক তত্ত্বাবধান, ভারতীয় শ্রম বিধির বাস্তবায়ন, ইএসজি গভর্নেন্স, স্থিতিশীলতা সংক্রান্ত প্রকাশ এবং বৈশ্বিক ঝুঁকি ব্যবস্থাপনার মতো সমসাময়িক বিষয়গুলির ওপর গভীর আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কলকাতার বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় একটি অধ্যয়ন সফরের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, “আনন্দের শহর” কলকাতার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে দুই দিনের একটি সাংস্কৃতিক সফরও কর্মসূচির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

About ICSI
The Institute of Company Secretaries of India (आईसीएसआई) is a premier professional body set up under an Act of Parliament, i.e., the Company Secretaries Act, 1980, for the regulation and development of the profession of Company Secretaries in India. It functions under the jurisdiction of the Ministry of Corporate Affairs, Government of India. The Institute, being a proactive body, focuses on top-quality education for its students and sets the best quality standards for CS members. The institute has over 78,000 members and around 2.5 lakh students on its rolls.

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights